বিরোধী দলনেতার পদ থেকে এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদ? গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে জোর জল্পনা চলছিল। খবর চাউড় হয় যে, ডিসেম্বর মাসের মধ্যেই এই ঘোষণা করতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেবেন। তাঁর জায়গায় নতুন বিরোধী দলনেতা করা হবে মনোজ টিগ্গাকে। সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় সম্পাদক বা সংসদীয় দলের কোনও পদ দেওয়া হতে পারে।
advertisement
আরও পড়ুন: 'গভীর চক্রান্ত করছে বিজেপি...'! পঞ্চায়েত ভোটের আগে 'বিস্ফোরক' অভিযোগ তৃণমূলের!
রবিবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন, স্বাগত জানাব আমরা। দল যাকে মনে করবে, তিনিই আমাদের নেতা। যিনিই এই পদে বসবেন, তাঁকে সঠিক কারণেই বসাবেন কেন্দ্রীয় নেতৃত্ব।'' যদিও বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে যে জল্পনা তৈরি হয়, যাদবপুরে কালীপুজোর উদ্বোধনে এসে সেই জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।