তবে ইদানিং তাদের দুজনের দাম্পত্যে কলহের সৃষ্টি হয় অনুপমের অবৈধ কোনও সম্পর্কের জেরে। এরপরই ১৩ নভেম্বর তারা জানতে পারেন অনুপমের স্ত্রী বেশকিছু ঘুমের ওষুধ খেয়ে নিয়েছেন। তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: মমতার সফরকালেই কেন্দ্রীয় মন্ত্রীর ফোন রাজ্যের মন্ত্রীকে, বাংলার জন্য বিরাট সুখবর!
advertisement
এরপরই পরিবারের পক্ষ থেকে খুনের মামলা রুজু করা হয়। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ব্যবসায়ী অনুপম দত্তকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
আরও পড়ুন: এক রাতেই সব শেষ, গ্রুপ ডি দুর্নীতি নিয়ে চলছে মামলা, অফিসেই আত্মঘাতী তৃণমূল বিধায়কের আত্মীয়
বুধবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। কি কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।