প্রায় দশ হাজার পদে শিক্ষক নিয়োগ হবে। লিখিত পরীক্ষার মাধ্যমেই প্রাথমিক ভাবে বাছাই করা হবে। পশ্চিমবঙ্গে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা হলেও ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের জন্য কোনও টেট হয়নি। ফলে তাঁদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমনটাই পরিকল্পণা স্কুল সার্ভিস কমিশনের ৷
advertisement
নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন ৷ এবারে দুটি আলাদা দিনে নেওয়া হবে নিয়োগের লিখিত পরীক্ষা ৷ নবম-দশমে নিয়োগ পরীক্ষা ২৭ নভেম্বর ও একাদশ-দ্বাদশের পরীক্ষা ৪ ডিসেম্বর হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন ৷ দু’টি পরীক্ষা দুপুর ১২টা-১টা পর্যন্ত হবে ৷ এই মুহূর্তে মাধ্যমিক স্তরে ১০,২৩৩ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে ৷ ফলে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ২৪,৩২১ জন শিক্ষক নিয়োগ করা হবে ৷
SSC নিয়োগ প্রক্রিয়ায় আরও জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত SSC শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ৷ SSC-র নতুন নিয়ম অনুযায়ী,পঞ্চম থেকে অষ্টম শ্রেণির নিয়োগ প্রক্রিয়াতে টেট বাধ্যতামূলক হলেও নবম দশম ও একাদশ ও দ্বাদশ এই দুটি নিয়োগ প্রক্রিয়ায় টেটের কোনও গুরুত্ব থাকছে না ৷ একাদশ ও দ্বাদশ এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর পেতে হবে ৷ নবম ও দশম এই দুইয়ের ক্ষেত্রে অনার্সে গ্র্যাজুয়েটদের পাশাপাশি আবেদন করতে পারবেন পাস গ্র্যাজুয়েটরাও ৷
আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ অনলাইনেই গ্রহণ করা হয়েছে সমস্ত আবেদন পত্র ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনলাইনে ৭ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম জমা নেওয়া হয়েছিল ৷
বিএড বাধ্যতামূলক হওয়ায় চাকরির আবেদনকারী কমছে স্কুল সার্ভিসে ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে আবেদনকারীর সংখ্যা অনেকটাই কম ৷ তুলনায় উচ্চ প্রাথমিকে আবেদনকারী বেশি ৷ যেখানে নবম-দশমে আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার, একাদশ-দ্বাদশে আবেদনকারী ১ লক্ষ ৫৫ হাজার সেখানেই উচ্চ প্রাথমিকে আবেদনকারী প্রায় ২ লক্ষ ২৫ হাজার ৷
নবম-দশম শ্রেণীর শিক্ষক পদে আবেদনকারীরা আগামী ১৬ নভেম্বর বিকেল পাঁচটার পর থেকে পরীক্ষার জন্য অ্যাডমিট ডাউনলোড করতে যাচ্ছিল ৷ একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে ১৮ নভেম্বর বিকেল পাঁচটা থেকে ৷ তবে কোনও প্রার্থী অ্যাডমিট ডাউনলোডের সময়ে সমস্যার মুখোমুখি হন, তাহলে তারা ২২ ও ২৩ নভেম্বর কমিশনের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ৷