ফের বাম শিবিরেই আস্থা জেএনইউ-এ পড়ুয়াদের। ২০২৫ সালের ছাত্র সংসদ (JNUSU) নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হল বামপ্রার্থীরা। সভাপতি থেকে যুগ্ম সম্পাদক— প্রতিটি পদই নিজেদের দখলে রাখল বাম ছাত্র সংগঠনগুলির জোট ‘লেফট ইউনিটি’। সূত্রের খবর, সভাপতি পদে জয়ী হয়েছেন আদিতি মিশ্রা, সহ-সভাপতি পদে কে. গোপিকা, সাধারণ সম্পাদক পদে সুনীল যাদব এবং যুগ্ম সম্পাদক পদে দানিশ আলি— চারজনই বামপ্রার্থী। এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে ভোটহারের নিরিখে সবচেয়ে বেশি।
ফের দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা সভা করবেন মুখ্যমন্ত্রী। সোমবারই উত্তর কন্যায় এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। বেশ কিছু পরিষেবা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। মূলত উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের হাতে পরিষেবা তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর।
