প্রধানমন্ত্রী ১২ মার্চ, ২০২৪ তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী পরিষেবার সূচনা করবেন। উদ্বোধনী চলাচলের সময় ০২২৩৩ (নিউ জলপাইগুড়ি-পটনা) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৯টায় রওনা দিয়ে পটনা জংশনে বিকেল সাড়ে ৫টায় পৌঁছবে। নিউ জলপাইগুড়ি-পটনা-নিউ জলপাইগুড়ি (২২২৩৩/২২২৩৪) বন্দে ভারত এক্সপ্রেসের উভয় দিকের নিয়মিত পরিষেবা শুরু হবে ১৪ মার্চ, অর্থাৎ বৃহস্পতিবার।
advertisement
ট্রেন নং. ২২২৩৩ (নিউ জলপাইগুড়ি-পটনা) বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৫টা ১৫ মিনিটে রওনা দেবে এবং একই দিনে দুপুর ১২টা ১০-এ পটনা জংশনে পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ২২২৩৪ (পটনা-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেস পটনা জং. থেকে দুপুর ১টায় রওনা হবে এবং একই দিনে রাত ৮টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ট্রেন দুটি উভয় দিক থেকে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সপ্তাহে ৬ দিন কিষানগঞ্জ ও কাটিহার হয়ে চলাচল করবে। দুটি ট্রেনই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছবে আনুমানিক সাত ঘণ্টার মধ্যে ৷ উভয় দিক থেকেই ৪৭১ কিমি দূরত্ব অতিক্রম করবে। ট্রেনটিতে ৫৩০টি সিটিং ক্যাপাসিটি-সহ ৮টি কোচ থাকবে। একটি এগজিকিউটিভ ক্লাস, পাঁচটি চেয়ার কার এবং দুটি ড্রাইভার ট্রেইল কোচ থাকবে।
নিউ জলপাইগুড়ি-পটনা জংশনের মধ্যে ট্রেন ভ্রমণের ভাড়া ক্যাটারিং মাসুল ছাড়া এগজিকিউটিভ ক্লাসের জন্য ২০৮০ টাকা, চেয়ার কারের জন্য ১০৪০ টাকা এবং ক্যাটারিং মাসুল-সহ যথাক্রমে ২২৫০ টাকা ও ১১৮০ টাকা হবে। বিহার ও উত্তরবঙ্গের মধ্যে এই অত্যাধুনিক বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটির ফলে বিশেষভাবে উভয় রাজ্যের জনগণ বর্ধিত গতি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক্সপ্রেস রেলের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন। যেহেতু এই সেমি হাই স্পিড ট্রেনটি সমস্ত ধরনের বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত, তাই যাত্রীরা নিজেদের ভ্রমণের সময় এই পার্থক্য ভালভাবেই অনুভব করতে পারবেন।