জনবহুল স্টেশনের ভিতর মন্ত্রীকে লক্ষ করে বোমা। স্টেশনে কলকাতাগামী ট্রেন ধরতে যাওয়া রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের প্রাণনাশের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। বোমার ভয়াবহ বিস্ফোরণে মন্ত্রী-সহ আরও ১৪ জন গুরুতর জখম হয়েছে।
সূত্রের খবর, এত কাছ থেকে মন্ত্রীর গায়ে বোমার ছাড়ার ঘটনাকে খুবই গুরুত্ব দিচ্ছে পুলিশ। বৃহস্পতিবার স্টেশনে গিয়ে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় আসবেন বলে বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির। নিমতিতা থেকে তাঁর তিস্তা-তোর্সা এক্সপ্রেস ধরার কথা ছিল। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে যান। সেই সময় জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। অনেকেই সেই সময় মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করছিলেন। কেউ কেউ নেটমাধ্যমে সরাসরি ছিলেন। সেই ভিডিয়োয় ধরা পড়েছে, রাজ্যের মন্ত্রীর উপর বোমা হামলার ভয়ানক দৃশ্য।
advertisement
জাকিরের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও ঘটনার নিন্দা করেছেন। মুর্শিদাবাদের এই ঘটনাকে বাংলার রাজনীতিতে 'কালো দিন' বলে টুইট করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই বলেও তিনি মন্তব্য করেন। জাকিরের দ্রুত আরোগ্য কামনা করেছেন ফিরহাদ।