আরও পড়ুন: বিদেশে না গিয়েই ওমিক্রন আক্রান্ত কলকাতা মেডিক্যালের চিকিৎসক! বাড়ল গোষ্ঠী সংক্রমণের ভয়
শনিবারই রাজ্যে আরও এক ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ মিলেছে৷ এ বার ওমিক্রনের খোঁজ মিলেছে কলকাতা মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসকের শরীরে (Omicron in West Bengal)৷ সবথেকে বড় কথা, সাম্প্রতিক সময়ে ওই তরুণ চিকিৎসকের বিদেশ যাত্রার কোনও খবর পাওয়া যায়নি৷ ফলে বিদেশ ফেরত কোনও ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে এসেই তিনি সংক্রামিত হয়েছেন বলে মনে করা হচ্ছে৷ এই ঘটনা সামনে আসার পরই রাজ্যে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাও শুরু হয়েছে৷ আর সেই কারণেই কলকাতা শহরে গোষ্ঠী সংক্রমণ নিয়ে আরও সতর্ক হচ্ছে রাজ্য প্রশাসন।
advertisement
আরও পড়ুন: নতুন আতঙ্ক ওমিক্রন, কাদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি? জানুন
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওমিক্রন আক্রান্ত হওয়া অবস্থাতেই ওই চিকিৎসক নদিয়ার কৃষ্ণনগরের বাড়িতে চলে যান৷ স্বাস্থ্য দফতরের উদ্যোগে সেখান থেকেই তাঁকে ফিরিয়ে নিয়ে এসে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷ ওই চিকিৎসক কার কার সংস্পর্শে এসেছিলেন তা খুঁজে বের করার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর৷ সম্ভবত দেশে এই প্রথম বার বিদেশ থেকে না ফেরা সত্ত্বেও কারও শরীরে ওমিক্রনের খোঁজ পাওয়া গেল৷ এই নিয়ে রাজ্যে সক্রিয় ওমিক্রন রোগীর সংখ্যা বেড়ে হল চার জন৷
Avijit Chanda