TRENDING:

পরীক্ষা ১৭ জানুয়ারি, কী ভাবে ডাউনলোড করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেকনিক্যাল স্টাফের অ্যাডমিট কার্ড?

Last Updated:

দেখে নেওয়া যাক, কী ভাবে ডাউনলোড করবেন WB পুলিশ টেকনিক্যাল স্টাফের অ্যাডমিট কার্ড-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নিরাপত্তা ক্ষেত্রে টেকনিক্যাল স্টাফ নেওয়ার বিজ্ঞপ্তি আগেই জারি হয়েছিল। সেই সূত্রে ৬ জানুয়ারি থেকে অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-এ পাওয়া যাচ্ছে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Recruitment Board) তরফে জানানো হয়েছে, টেকনিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদনকারী সকল প্রার্থীই তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মের তারিখ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ড।
advertisement

WBPRB-এর তরফে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষা হবে ১৭ জানুয়ারি। এক্ষেত্রে শিফটিং টাইমের মধ্য দিয়ে পুরো পরীক্ষাটি পরিচালনা করা হবে। প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে হবে। আর অবশ্যই সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড। সংশ্লিষ্ট বোর্ডের বার্তা- অ্যাডমিট কার্ডের পাশাপাশি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট-সহ একটি বৈধ পরিচয় পত্রও সঙ্গে রাখতে হবে।

advertisement

এবার দেখে নেওয়া যাক, কী ভাবে ডাউনলোড করবেন WB পুলিশ টেকনিক্যাল স্টাফের অ্যাডমিট কার্ড-

প্রথমেই WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-এ যেতে হবে।

এবার হোম পেইজে গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবে (recruitment tab) যেতে হবে।

এই ট্যাবে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো খুলে যাবে। এবার Recruitment to the post of Technical Staff under Coastal Security Scheme in West Bengal Police 2020 লিঙ্কে ক্লিক করতে হবে।

advertisement

এখানে যাওয়ার পর, পরবর্তী লিঙ্ক অর্থাৎ ডাউনলোড ই-অ্যাডমিট কার্ডস (Download e-Admit Cards) লিঙ্কে ক্লিক করতে হবে।

এর পর একটি নতুন পেইজ খুলে যাবে। এখানে আবার অ্যাডমিট কার্ডের জন্য দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।

এবার যে যে নথি বা তথ্যের (অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মের তারিখ) প্রয়োজন পড়বে, সেগুলি এন্টার করে সাবমিট করতে হবে।

advertisement

শেষমেশ, আপনার কম্পিউটার স্ক্রিনে দেখাবে WBPRB পুলিশ টেকনিক্যাল স্টাফ ২০২০-এর অ্যাডমিট কার্ড। এবার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। পরে সময় করে প্রিন্ট আউটও নিয়ে নিতে হবে।

উল্লেখ্য, মোট ৭৫ নম্বরের হবে WBPRB পুলিশ টেকনিক্যাল স্টাফের লিখিত পরীক্ষা। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ১ ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রধানত MCQ প্রশ্ন থাকবে। WBPRB-এর তরফে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের ইন্টারভিউ রাউন্ডের জন্য ডাকা হবে। এক্ষেত্রে ২৫ মার্কের হবে এই ইন্টারভিউ পরীক্ষা। পরে প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট বোর্ডের তরফে একটি OMR শিটও প্রকাশ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পরীক্ষার পদ্ধতি ও সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য নজর দেওয়া যেতে পারে WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পরীক্ষা ১৭ জানুয়ারি, কী ভাবে ডাউনলোড করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেকনিক্যাল স্টাফের অ্যাডমিট কার্ড?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল