WBPRB-এর তরফে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষা হবে ১৭ জানুয়ারি। এক্ষেত্রে শিফটিং টাইমের মধ্য দিয়ে পুরো পরীক্ষাটি পরিচালনা করা হবে। প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে হবে। আর অবশ্যই সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড। সংশ্লিষ্ট বোর্ডের বার্তা- অ্যাডমিট কার্ডের পাশাপাশি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট-সহ একটি বৈধ পরিচয় পত্রও সঙ্গে রাখতে হবে।
advertisement
এবার দেখে নেওয়া যাক, কী ভাবে ডাউনলোড করবেন WB পুলিশ টেকনিক্যাল স্টাফের অ্যাডমিট কার্ড-
প্রথমেই WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-এ যেতে হবে।
এবার হোম পেইজে গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবে (recruitment tab) যেতে হবে।
এই ট্যাবে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো খুলে যাবে। এবার Recruitment to the post of Technical Staff under Coastal Security Scheme in West Bengal Police 2020 লিঙ্কে ক্লিক করতে হবে।
এখানে যাওয়ার পর, পরবর্তী লিঙ্ক অর্থাৎ ডাউনলোড ই-অ্যাডমিট কার্ডস (Download e-Admit Cards) লিঙ্কে ক্লিক করতে হবে।
এর পর একটি নতুন পেইজ খুলে যাবে। এখানে আবার অ্যাডমিট কার্ডের জন্য দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
এবার যে যে নথি বা তথ্যের (অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মের তারিখ) প্রয়োজন পড়বে, সেগুলি এন্টার করে সাবমিট করতে হবে।
শেষমেশ, আপনার কম্পিউটার স্ক্রিনে দেখাবে WBPRB পুলিশ টেকনিক্যাল স্টাফ ২০২০-এর অ্যাডমিট কার্ড। এবার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। পরে সময় করে প্রিন্ট আউটও নিয়ে নিতে হবে।
উল্লেখ্য, মোট ৭৫ নম্বরের হবে WBPRB পুলিশ টেকনিক্যাল স্টাফের লিখিত পরীক্ষা। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ১ ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রধানত MCQ প্রশ্ন থাকবে। WBPRB-এর তরফে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের ইন্টারভিউ রাউন্ডের জন্য ডাকা হবে। এক্ষেত্রে ২৫ মার্কের হবে এই ইন্টারভিউ পরীক্ষা। পরে প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট বোর্ডের তরফে একটি OMR শিটও প্রকাশ করা হবে।
পরীক্ষার পদ্ধতি ও সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য নজর দেওয়া যেতে পারে WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে।