TRENDING:

WB Panchayat Election: মনোনয়ন প্রত্যাহার নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, জেলায় জেলায় পৌঁছল বার্তা

Last Updated:

এবার মনোনয়ন পত্র প্রত্যাহার করা নিয়েই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই সেই নির্দেশ জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ কমিশন জানিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের নোটিস কোনও প্রার্থী জমা দিলে, তা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে রাজ্যে৷ আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন৷ গত ৯ জুন, শুক্রবার থেকেই শুরু হয়ে মনোনয়ন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার কাজ চলবে৷ স্ক্রুটিনির কাজ শেষে হবে ১৭ জুন৷ ২০ জুন পর্যন্ত নিজেদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা৷
advertisement

এবার মনোনয়ন পত্র প্রত্যাহার করা নিয়েই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন৷ সেই নির্দেশ জেলা প্রশাসনকে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ কমিশন জানিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের নোটিস কোনও প্রার্থী জমা দিলে, তা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

আরও পড়ুন: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট

advertisement

কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেই মনোনয়ন পত্র প্রত্যাহারের নোটিসের যথার্থতা আছে কি না, তা পর্যালোচনা করে তবেই সন্তুষ্ট হতে হবে। প্রত্যাহারের নোটিস যে দিচ্ছেন, তাঁকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। তবেই সেই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অফিসারদের।

advertisement

আরও পড়ুন: রবিতে অভিষেককে বাধা! আজও হাওয়া গরম ঠাকুরনগরের, মতুয়া ভোট ধরে রাখতে মরিয়া দুই শিবিরই 

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহার করার নোটিস সংশ্লিষ্ট প্রার্থী বা প্রার্থীর নির্দিষ্ট করা ইলেকশন এজেন্ট লিখিতভাবে আনবেন। প্রার্থীর তরফে ঠিক করা বা প্রার্থী যাকে অথরাইজড করছেন তারই দেওয়া নোটিস গ্রহণযোগ্য হবে। তবে শুধু নোটিস দিলেই হবে না, মনোনয়নপত্র প্রত্যাহার যথাযথ কি না, তা বিচার করতে হবে সংশ্লিষ্ট জেলার ইলেকশন অফিসারদের। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই মনোনয়নপত্র প্রত্যাহার নিয়েও জেলাগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election: মনোনয়ন প্রত্যাহার নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, জেলায় জেলায় পৌঁছল বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল