এবার মনোনয়ন পত্র প্রত্যাহার করা নিয়েই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন৷ সেই নির্দেশ জেলা প্রশাসনকে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ কমিশন জানিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের নোটিস কোনও প্রার্থী জমা দিলে, তা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
আরও পড়ুন: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট
advertisement
কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেই মনোনয়ন পত্র প্রত্যাহারের নোটিসের যথার্থতা আছে কি না, তা পর্যালোচনা করে তবেই সন্তুষ্ট হতে হবে। প্রত্যাহারের নোটিস যে দিচ্ছেন, তাঁকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। তবেই সেই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অফিসারদের।
আরও পড়ুন: রবিতে অভিষেককে বাধা! আজও হাওয়া গরম ঠাকুরনগরের, মতুয়া ভোট ধরে রাখতে মরিয়া দুই শিবিরই
কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহার করার নোটিস সংশ্লিষ্ট প্রার্থী বা প্রার্থীর নির্দিষ্ট করা ইলেকশন এজেন্ট লিখিতভাবে আনবেন। প্রার্থীর তরফে ঠিক করা বা প্রার্থী যাকে অথরাইজড করছেন তারই দেওয়া নোটিস গ্রহণযোগ্য হবে। তবে শুধু নোটিস দিলেই হবে না, মনোনয়নপত্র প্রত্যাহার যথাযথ কি না, তা বিচার করতে হবে সংশ্লিষ্ট জেলার ইলেকশন অফিসারদের। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই মনোনয়নপত্র প্রত্যাহার নিয়েও জেলাগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
