অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘স্থানীয় বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন তাঁদের। বলবেন, বাবা-ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়। তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন। গায়ে হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি।’’ সেইসঙ্গে অভিষেক বলেন, ‘‘বলবেন, আগে সার্টিফিকেট নিয়ে আয়। বলবেন যা, তোর বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, তোর দিদিমার বার্থ সার্টিফিকেট নিয়ে আয়।’’ সেই রেশ ধরে অভিষেক স্লোগান তোলেন, ‘‘সারা বাংলা জুড়ে একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর!’’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সাধারণ মানুষকে সহায়তা করার জন্য প্রতিটি জায়গায় তৃণমূলের নেতাকর্মীরা থাকবেন। তাঁরা সবরকমের সহায়তা করবেন মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বৈধ ভোটারদের নাম বাদ যাবে না বলে আশ্বাস দিয়েছেন অভিষেক।