TRENDING:
LIVE NOW

West Bengal News Live: এবার মোদির রূপেরও প্রশংসায় ট্রাম্প ! ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ কী? যুদ্ধবিমান রাফালে উড়লেন রাষ্ট্রপতি

Last Updated:

West Bengal, Kolkata News Today Live Updates in Bengali : আজ জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে নামছে ভারত-অস্ট্রেলিয়া। দেখে নিন একনজরে দিনের সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

কলকাতা: অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বাংলায় ঝড় হবে না। তবে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা থাকছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পাশাপাশি  পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ফের শহরে হানা দিল ইডি। উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা ও গয়না ! বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। তল্লাশি চলছে বাগুইআটিতেও।

এবার মোদির রূপেরও প্রশংসায় ট্রাম্প ! ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ কী? যুদ্ধবিমান রাফালে উড়লেন রাষ্ট্রপতি
এবার মোদির রূপেরও প্রশংসায় ট্রাম্প ! ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ কী? যুদ্ধবিমান রাফালে উড়লেন রাষ্ট্রপতি
advertisement
October 29, 20251:02 PM IST

West Bengal News Live: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে ED র অভিযান, ৭-৮ কেজি সোনা বাজেয়াপ্ত !

বুধবার সকালে পুরনিয়োগ মামলার তদন্তে নেমে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, সেখান থেকে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চলছে টাকা গোনার পর্ব। কী ভাবে এত নগদ টাকা ওই ব্যবসায়ীর বাড়িতে এল, ওই টাকার সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া, লেকটাউনে একই ব্যক্তির একটি গুদাম রয়েছে। সেখানেও অভিযানে গিয়েছে ইডি-র আর একটি দল। তল্লাশি চালিয়ে সেখান থেকে কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।
October 29, 202512:29 PM IST

মধ্যপ্রদেশে খুন বজরং দলের নেতা !

মধ্যপ্রদেশে খুন বজরং দলের নেতা ! কাটনি এলাকায় দিনেদুপুরে গুলি করে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনার পর ফের প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলা। সিসি ক্যামেরায় ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ে। বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি ২ দুষ্কৃতীর। নেতাকে লক্ষ করে ৫-৬ রাউন্ড গুলি। গুলি লাগে বজরং দলের নেতার মাথা-বুকে। তরুণীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রোষ! বিজেপি শাসিত রাজ্যে খুন বজরং দলের নেতা! সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হামলাকারীরা। হামলাকারী আক্রম-প্রিন্স জোসেফের খোঁজে তল্লাশি চলছে।
October 29, 202512:19 PM IST

West Bengal News Live: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা !

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। তৃতীয় বর্ষের ওই ছাত্রের বাড়ি বাঁকুড়ায়। মায়ের সঙ্গে ট্রেনে বাড়ি ফেরার পথে ঝাঁপ দেয় সে ৷ মেদিনীপুরে কংসাবতী নদীতে ঝাঁপ! কাঁসাই হল্টের নীচে ছাত্রের দেহ উদ্ধার হয়। মানসিক অবসাদেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের।
advertisement
October 29, 202512:15 PM IST

প্রসঙ্গ এসআইআর, ১১টি নথি না থাকলে কী হবে?

সিইও জানিয়েছেন, এসআইআরের জন্য নিজের নাম, বাবা-মায়ের নাম থাকলে কোনও নথি দিতে হবে না। তা ছাড়াও ১১টি নথি ছাড়া নাগরিকত্ব প্রমাণ করার যে কোনও নথি দিলেই তা গ্রাহ্য হবে। সে জন্য ইআরও ডেকে শুনানি করবেন। ওই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন। শোনা হবে, তিনি কী ভাবে নাগরিক, তাঁর যুক্তি কী। এনুমারেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকের নামই খসড়া তালিকায় থাকবে। তখন কোনও নথি লাগবে না। আবার কেউ যদি কোনও নথি না-দিয়ে এনুমারেশন ফর্ম নেন, তাঁর নাম খসড়া তালিকাতে থাকবেই। পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে। তখন ১১টি নথির যে কোনও একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে, সেটি তিনি কী ভাবে পেয়েছেন।
October 29, 202512:06 PM IST

নিউ টাউন বিশ্ব বাংলা সরণী একেবারে মারণফাঁদ !

নিউ টাউন বিশ্ব বাংলা সরণী একেবারে মারণফাঁদ ! রাত হলেই মাটির লরি ডাম্পার চলে সেই ডাম্পার থেকেই রাস্তায় মাটি পড়ে থাকে আর সকাল থেকে বৃষ্টি শুরু হতেই একেবারে সাংঘাতিক অবস্থা ৷ সমস্ত বাইক আরোহীরা পড়ে যাচ্ছেন আচমকা রাস্তার উপরে। রাস্তায় পড়ে রয়েছে মাটি আর যার জেরে একের পর এক বাইকের চাকা স্লিপ করছে। হিডকোর তরফ থেকে মাটি সরানোর কাজ চলছে। পুলিশ সূত্রে খবর, রাতভর কনস্ট্রাকশন কাজের জন্য ডাম্পারে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মাটি রাস্তায় পরে। আর রাতভর ঝিরঝিরে বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যায় গোটা রাস্তা। সকাল থেকে অফিসে যাওয়ার জন্য বাইকে করে যারা বেরিয়েছিলেন, তারা এই মাটির উপর দিয়ে যাওয়ার সময় স্লিপ করে অনেকেই পড়ে যান। এরপরে নিউ টাউন ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে প্রথমে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আগত বাইক চালকদের সার্ভিস রোড দিয়ে পাস করানো হয়। নিউটাউন বন্ধের মোড় থেকে যাত্রাগাছি যাওয়ার এই রাস্তার উপরেই পড়েছিল মাটি। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডিসি ট্রাফিক। হিডকোর পক্ষ থেকে কর্মীরা এসে এই মাটি সরিয়ে ফেলার কাজ করছেন।
October 29, 202511:48 AM IST

মোদির রূপের প্রশংসা ট্রাম্পের !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবার রূপেরও প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, “মোদি সবচেয়ে সুদর্শন লোক।” জানালেন, ভারতের প্রধানমন্ত্রী মোদিকে তিনি সম্মান করেন। তার পরেই ট্রাম্পের ঘোষণা, “আমরা ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলেছি।”
advertisement
October 29, 202511:03 AM IST

যুদ্ধবিমান রাফালে উড়লেন রাষ্ট্রপতি

রাফালে সওয়ার রাষ্ট্রপতি ৷ যুদ্ধবিমান রাফালে উড়লেন রাষ্ট্রপতি ৷ পঞ্জাবের আম্বালা বাযু সেনাঘাঁটি থেকে বিমানে ওঠেন ৷ যুদ্ধবিমান রাফালে ওঠেন দ্রৌপদী মুর্মু ৷ আম্বালা বায়ু সেনাঘাঁটি থেকেই ‘অপারেশন সিঁদুর’ শুরু হয় ৷ এর আগে সুখোই যুদ্ধবিমানে উঠেছিলেন রাষ্ট্রপতি ৷
October 29, 202510:53 AM IST

West Bengal News Live: রাস্তার পাশে গলাকাটা দেহ উদ্ধার !

রাস্তার পাশে গলাকাটা দেহ ! রূপান্তরকামীর গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার উস্তির তুল্লনার ঘটনা। নিহত সোনালি মন্দিরবাজারের বাসিন্দা। দেহ উদ্ধার করেছে উস্তি থানার পুলিশ।
October 29, 202510:06 AM IST

Suvendu Adhikari: ‘এই রাজ্যে কোনও বোন এবং কন্যা সুরক্ষিত নয়’ : শুভেন্দু

‘এই রাজ্যে কোনও বোন এবং কন্যা সুরক্ষিত নয়…’ভদ্রেশ্বরে মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷
advertisement
October 29, 20259:47 AM IST

West Bengal News Live: কোন বাড়িতে কবে বিএলও যাবেন ?

মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল অনেক কিছুরই জবাব দিলেন। তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, ‘‘আতঙ্কিত হওয়ার কারণ নেই।’’ বিএলও সেই আধিকারিক, যাঁর কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকে। তিনি জানেন, কে কোথায় থাকেন, কর্মসূত্রে বাইরে থাকেন কি না। তাই বিএলও কোনও এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তার পরেও কেউ বা কোনও পরিবার খবর না পেলেও অসুবিধা নেই। বিএলও এক বার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে তিন-চার বার যাবেন। তা ছাড়া এক-একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি ১২০০। বিএলও-দের কাজ কঠিন নয়। প্রতি দিন গড়ে ১৫-২০টি বাড়িতে গেলেই এক মাসের মধ্যে সমীক্ষার কাজ হয়ে যাবে।
October 29, 20259:41 AM IST

আফগানিস্তান ভারতের হাতের পুতুল ! দাবি পাকিস্তানের

ভারতের বিরুদ্ধে ফের আফগানিস্তানকে মদত দেওয়ার অভিযোগ তুলল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের দাবি, ভারতের হাতের পুতুল আফগানিস্তান! তুরস্কে আফগানিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার জন্যও নয়াদিল্লিকে দায়ী করলেন তিনি। দাবি করেছেন, আলোচনায় পাকিস্তান এবং আফগানিস্তান অধিকাংশ ক্ষেত্রে একমত হলেও শেষ মুহূর্তে বেঁকে বসছে কাবুল। ভারতের মদতেই আফগানিস্তানের তালিবান সরকার এই কাজ করছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
October 29, 20259:37 AM IST

West Bengal News Live: বাংলা-ওড়িশার বর্ডার টোল গেটে ভয়াবহ বাস দুর্ঘটনা !

বাংলা-ওড়িশার বর্ডার টোল গেটে ভয়াবহ বাস দুর্ঘটনা ! জলেশ্বরের টোল গেটের সামনে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে পারাদ্বীপ থেকে আসা কলকাতাগামী একটি যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ড্রাইভারের হেলপারের। এর পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
advertisement
October 29, 202510:15 AM IST

West Bengal News Live: ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন !

ঢাকুরিয়ায় আগুন! ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন। এসবিআইয়ের একটি ব্রাঞ্চে আগুন লাগে বুধবার সকালে ৷ ৬ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের একাংশ। নথিপত্র এবং লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা জানতে চান তাঁরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে, লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়নি। তবে নথিপত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা ব্যাঙ্ক খোলার পরেই স্পষ্ট হবে।
October 29, 20259:21 AM IST

West Bengal News Live: কৃষ্ণনগরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বাংলায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয় ১৭০০ দশকে। তারপরই কৃষ্ণনগর থেকে চন্দননগর বাঁশবেড়িয়া থেকে কলকাতা এবং বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই জগদ্ধাত্রী পুজো। এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় আরও এক নতুন পালক জুড়তে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ, বুধবার কৃষ্ণনগরের বেশ কিছু ক্লাব ও বারোয়ারির পুজোর উদ্বোধন হতে চলেছে ভার্চুয়ালি। আজ কলকাতার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কৃষ্ণনগরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন তিনি। কৃষ্ণনগরের অন্যতম ঐতিহ্যমন্ডিত এবং প্রাচীন খ্যাতনামা পুজো চাষাপাড়া বারোয়ারির বুড়িমা। দিনগুলিতে লক্ষাধিক মানুষের সমাগম হয় বুড়িমাকে দেখার জন্য। ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী দর্শন করবেন এই প্রতিমার। সেই দিনই কৃষ্ণনগরের পাত্র বাজারের স্বীকৃতি ক্লাব, এবং বাঘাডাঙা বারোয়ারি-সহ আরও দু’একটি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করবেন বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। চাষাপাড়া বারোয়ারির সম্পাদক গৌতম ঘোষ জানিয়েছেন, ‘‘এবারে জগৎখ্যাত বুড়িমা দর্শন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা আমাদের কাছে বড় পাওনা, এলাকাবাসী তথা কৃষ্ণনগরবাসী এতে ভীষণ আনন্দিত উৎসাহিত, আমাদের আরও আশা যদি মুখ্যমন্ত্রী কোনও বছর সময় পেয়ে নিজে আমাদের বুড়িমাকে দর্শন করতে আসেন তাহলে আমরা আরও আনন্দিত হব।’’
October 29, 20259:16 AM IST

India vs Australia 1st T20I: শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ক্যানবেরায়। এশিয়া কাপ জেতার পর এই প্রথম মাঠে নামবেন সূর্যকুমার যাদবেরা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News Live: এবার মোদির রূপেরও প্রশংসায় ট্রাম্প ! ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ কী? যুদ্ধবিমান রাফালে উড়লেন রাষ্ট্রপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল