কলকাতা: অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বাংলায় ঝড় হবে না। তবে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা থাকছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ফের শহরে হানা দিল ইডি। উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা ও গয়না ! বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। তল্লাশি চলছে বাগুইআটিতেও।
