বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন ৬ মাস আগে। নির্বাচন কমিশন ভোট কবে হবে ওই লোকসভা কেন্দ্রে সেই নিয়ে এখনও কিছু জানায়নি। শীঘ্রই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
আবেদনকারী গৌতম রায়-সহ ১৪ জন এলাকার বাসিন্দা। ভারতীয় সংবিধানের ১৫১ (এ) অনুচ্ছেদ অনুযায়ী কোনও কেন্দ্রে সর্বোচ্চ ৬ মাস সাংসদ পদ শূন্য থাকলে জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে উপনির্বাচন করা। এক্ষেত্রে গত ৬ মাস ধরে ওই কেন্দ্র সাংসদ শূন্য রয়েছে। ফলে এলাকার মানুষ সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সাংসদ তহবিল থেকে উন্নয়নমূলক কাজ থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।
advertisement
২০২৪ সালের ৭ মে জাতীয় নির্বাচন কমিশন ওই কেন্দ্রে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে। ১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে তৃণমূলের প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম জয়ী হন। ২৫ সেপ্টেম্বর মৃত্যু হয় হাজি নুরুল ইসলামের।