TRENDING:

News Today Live : বিজয়গড়ে চলল গুলি,পশ্চিমবঙ্গে এসআইআর, মঙ্গলবারেই 'মন্থা'র ল্যান্ডফল, ১০০ দিনের কাজ ইস্যুতে পাল্টা তৃণমূলের প্রচারযুদ্ধ, দিনভর আর কী কী?

Last Updated:

West Bengal, Kolkata Breaking News Today Live Updates in Bengali: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর। সোমবার রাত ১২টার পরেই ‘ফ্রিজ’ হচ্ছে ভোটারতালিকা। মঙ্গলবার সকালে এই ঘূর্ণিঝড় ‘প্রবল ঘূর্ণিঝড়'-এ পরিণত হতে পারে, মঙ্গলবার রাতেই ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে। মঙ্গলবার সুপার কাপ ফুটবলে আবার নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

News Today Live : মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর। ইতিমধ্যেই ‘ফ্রিজ’ হয়েছে ভোটারতালিকা। সিইও দফতর সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টেয় সর্বদলীয় বৈঠক হবে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। পাশাপাশি, ‘সিভিয়ার সাইক্লোন’ বা ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়, অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়া বন্দরের কাছে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আর কী কী ঘটবে? একনজরে দেখে নিন

বালংলায় শুরু এসআইআর, চিন্তায় মতুয়া সম্প্রদায়
বালংলায় শুরু এসআইআর, চিন্তায় মতুয়া সম্প্রদায়
advertisement
October 28, 202511:34 AM IST

Rampurhat Murder Update: রামপুরহাটে ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জ গঠন

রামপুরহাটে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ১০ দিনে চার্জশিট জমা করেছিল পুলিশ, মঙ্গলবার সেই মামলার চার্জ গঠন হবে রামপুরহাট মহকুমা আদালতে। অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে পেশ করা হয়েছে রামপুরহাট আদালতে। অভিযুক্তর দাবি, ” আমি নির্দোষ, কোর্টে প্রমাণ করব।” সপ্তম শ্রেণীর ছাত্রীকে টুকরো টুকরো করে খুনের ঘটনায় দেহ উদ্ধারের ১০ দিনের মাথায় ২৬ সেপ্টেম্বর শুক্রবার রামপুরহাট বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ধর্ষণ ও খুন—দু’টি অভিযোগই আনা হয়েছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। আদালত ২৮ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছিল। গত ২৮ অগাস্ট টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি রামপুরহাটের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। পরিবার অভিযোগ দায়ের করে থানায়। ২০ দিনের মাথায়, ১৬ সেপ্টেম্বর, কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে উদ্ধার হয় ছাত্রীর পচাগলা দেহাংশ। ঘটনায় গ্রেফতার করা হয় স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষককে।
October 28, 202511:26 AM IST

West Bengal, Kolkata News Today Live : বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘুসুড়িতে, পুড়ে ছাই আস্ত দোকান

মঙ্গলবার ভোররাতে ঘুসুড়ির একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে তিনঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগে আবাসনের নীচের তলায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আবাসন ছেড়ে বেরিয়ে আসেন আবাসিকরা। কোন হতাহতের ঘটনা না ঘটলেও পুরোপুরি ভস্মিভূত হয়ে যায় দোকানটি। মালিকের অভিযোগ, দমকল দেরিতে আসায় দোকান পুড়ে ছাই। দমকল ও পুলিশের প্রাথীমিক অনুমান, বাজির আগুন থেকেই এই অগ্নিকাণ্ড।
October 28, 202511:22 AM IST

Kolkata Crime: বিজয়গড়ে যুবতীকে লক্ষ্য করে গুলি প্রাক্তন প্রেমিকের

সোমবার রাতে দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায় এক যুবতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তবে গুলি তাঁর গায়ে লাগেনি। পুলিশ সূত্রে খবর, যুবতীর বাড়িতে গিয়ে তাঁর উপর হামলা চালান তাঁর প্রাক্তন প্রেমিক। অভিযোগ, সম্পর্ক ভেঙে গেলেও নানা সময়ে নানাভাবে প্রাক্তন প্রেমিকাকে উত্যক্ত করত অভিযুক্ত যুবক। সূত্রের খবর, প্রাক্তন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন অভিযুক্ত। কিন্তু তাতে রাজি ছিলেন না যুবতী। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কিও হয়েছিল। বিয়ের জন্য জোরাজুরি করেন যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, প্রাক্তন প্রেমিকের প্রস্তাবে রাজি না-হওয়ায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। জানা যায়, কয়েকমাস আগে বেঙ্গালুরুতেও যুবতীর উপর হামলা চালিয়েছিল যুবক, যুবতী মাথায় আঘাত পান। সেই সময় অভিযুক্ত যুবককে গ্রেফতারও করা হয়। পরবর্তীতে ছাড়া পেয়ে ফের হামলার ছক করে অভিযুক্ত। রীতিমতো রেকি করেই হামলা! গুলি করেই পলাতক অভিযুক্ত! পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক বিহারের বাসিন্দা! ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
advertisement
October 28, 202510:55 AM IST

SIR: রাজ্যে চালু SIR, চিন্তায় মতুয়া সম্প্রদায়

কোনও যোগ্য যাতে বাদ না পড়েন, কোনও অযোগ্য যাতে ঠাঁই না পান। সোমবার দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশীকে নিয়ে দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) চালুর ঘোষণা করে এই বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার। উত্তর ২৪ পরগনায় ৫৮ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে ২০০২ সালের ভোটার তালিকা অনুসারে। এই ৫৮ শতাংশে বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এসআইআর চালু হওয়ায় চিন্তায় তাঁরা। অনেকের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। নাগরিকত্বের আবেদনের জন্য যে-সমস্ত কাগজপত্র প্রয়োজন, তাও অনেকের কাছে নেই । তারা এখন কী করবেন? চিন্তা মতুয়াদের চোখে-মুখে!
October 28, 202510:45 AM IST

West Bengal, Kolkata News Today Live :১০০ দিনের কাজের টাকা কই? প্রচারে তৃণমূল কংগ্রেস

দেশের শীর্ষ আদালতে কেন্দ্রের ১০০-ধাক্কা, ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। এসআইআর-এর এর মাঝেই ১০০ দিনের কাজে টাকা না পাওয়া নিয়ে বড়সড় প্রচারে তৃণমূল কংগ্রেস। জেলায়-জেলায় নির্দেশ পাঠিয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। আদালতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রচারের নির্দেশ! ছোট সভা-মিছিল-গ্রামীণ জনবহুল এলাকায় প্রচার চলবে! রায়ের পরও কেন টাকা দিতে গড়িমসি কেন্দ্রের? বিজেপি নেতারা এলাকায় গেলে প্রশ্ন তুলবে তৃণমূল! পাড়ায় গান্ধিগিরি করার পরামর্শ তৃণমূল নেতৃত্বের! ১০০ দিনের বকেয়া টাকা নিয়েও প্রচারের নির্দেশ!
October 28, 202510:11 AM IST

Turkey Earthquake: ফিরল ২০২৩-এর স্মৃতি, ফের ভূমিকম্প তুরস্কে, তীব্রতা ৬.১

ফিরল ২০২৩-এর স্মৃতি, ফের তুরস্কে ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় ১০.৪৮-এ কেঁপে ওঠে তুরস্কের মাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি)-এর দেওয়া তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল বাল্যকেসির প্রদেশের সিন্দির্গি শহর। ইস্তানবুলেও কম্পন অনুভূত হয়। হাবেরতুর্ক নিউজ চ্যানেল অনুসারে, ইস্তানবুল, বুরসা, মানিসা এবং ইজমির প্রদেশেও কম্পন অনুভূত হয়। রাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিন্দির্গিতে কমপক্ষে তিনটি বাড়ি এবং একটি দোকান ভেঙে পড়েছে। সিন্দির্গির জেলা প্রশাসক ডোগুকান কোয়ুঞ্চু জানিয়েছেন, ”এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর সামনে আসেনি।”
advertisement
October 28, 202510:01 AM IST

South Dum Dum Bediapara Case: দমদম বেদিয়াপাড়াকাণ্ডে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ আক্রান্তের পরিবারের

গত বৃহস্পতিবার ভোরে, ভাইফোঁটার দিন দক্ষিন দমদম পুরসভার ১১নং ওয়ার্ডের দমদম বেদিয়াপাড়ার তারকনাথ কলোনিতে ঘটেছিল হাড়হিম করা ঘটনা। বেদিয়াপাড়ায় বাড়ির সামনে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বুধবার রাত বারোটা নাগাদ হামলা হয়। পুরোনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা। ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে হামলা। অভিযোগ, পিছন থেকে তাঁর গায়ে পেট্রোল ছোড়া হয়। তারপরে আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আক্রান্ত রঞ্জিত কর্মকারের অভিযোগ, মূল অভিযুক্তকে বাঁচাতে তাঁকে টাকার টোপ দেওয়া হয়। বেদিয়াপাডায় পুড়িয়ে খুনের চেষ্টায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত সুমন ওরফে বাগান! রঞ্জিত কর্মকারের অভিযোগ, বাগানের নাম বাদ দিতে তাঁকে চাপ দেওয়া হয়! টোপ দেওয়া হয় ৫ হাজার টাকার! কাউন্সিলর মৃন্ময় দাসের দলবলের বিরুদ্ধে হাসপাতালে ঢুকে চাপ দেওয়ার অভিযোগ আক্রান্ত রঞ্জিত কর্মকারের। এবার কাউন্সিলর মৃন্ময় দাসের নামে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের রঞ্জিত কর্মকারের পরিবারের। অভিযোগ, ওই ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস, সাগর সিকদার মিলে রঞ্জিত কর্মকারের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেই ঘটনার প্রেক্ষিতে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করে রঞ্জিত কর্মকারের পরিবার। এর পর থেকেই লাগাতার হুমকি আসতে থাকে বলে অভিযোগ করেন রঞ্জিত কর্মকারের পরিবার৷ হুমকি আসতে থাকে কাউন্সিলরের পক্ষ থেকে। সেই নিয়ে নাগেরবাজার থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তা গৃহীত হয়নি বলেও অভিযোগ ওঠে। এবার ব্যারাকপুর কমিশনারেটে গিয়ে কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ জানাল রঞ্জিতের পরিবার। তাঁদের দাবি, যে ভাবে হুমকি আসছে, তাতে তাঁরা আতঙ্কিত, ভয়ে আছেন। অভিযোগ পত্রে তাঁরা উল্লেখ করেন, রঞ্জিতের গায়ে আগুন দেওয়ার পর ওই ৩ দুস্কৃতী বলে, কাউন্সিলর বলেছে বলে তারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের কেউ কিছু করতে পারবে না। কাউন্সিলরের হাত তাদের মাথায় আছে। রঞ্জিতের পরিবারের অভিযোগ, হাসপাতালে গিয়ে কাউন্সিলর আক্রান্তকে ভয় দেখিয়ে কিছু কথা রেকর্ডিংও করায়। প্রতিনিয়ত তাঁদের ভয় দেখানো হচ্ছে। যাঁরা এই বিষয়ে মুখ খুলছেন, সবাইকে ভয় দেখানো হচ্ছে বলে তাঁদের দাবি।
October 28, 20259:45 AM IST

Cyclone Montha Update: 'সিভিয়ার সাইক্লোন'- এ পরিণত ঘূর্ণিঝড় 'মন্থা'

‘সিভিয়ার সাইক্লোন’ বা ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়, অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। বর্তমানে ঘূর্ণিঝড় অবস্থান করছে কাকিনাড়া থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে, বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়া বন্দরের কাছে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার।
October 28, 20259:06 AM IST

Cyclone Montha: মরিয়া 'মন্থা', বাতিল ৬৫টি ট্রেন, বিমান

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’! মঙ্গলবার সন্ধ্যা বা রাতেই আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে ওই সময়ে ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সোমবার রাতে মছলিপত্তনম থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণে, কাকিনাড়া থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। বর্তমানে ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে ভারী ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জারি সতর্কতা। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রে, কাকিনাড়া, বিশাখাপত্তনম এবং ভীমবরম হয়ে চলাচল করা অন্তত ৬৫টি ট্রেন মঙ্গল এবং বুধবারের জন্য বাতিল রাখা হয়েছে। সতর্ক বিশাখাপত্তনম বিমানবন্দরও। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিশাখাপত্তনম থেকে সব বিমান মঙ্গলবার বাতিল রাখা হয়েছে।
advertisement
October 28, 20258:52 AM IST

West Bengal, Kolkata News Today Live : স্কুটি ও দু’টি বাইকের সংঘর্ষ, ব্যান্ডেলে মৃত্যু জওয়ানের

পুজোর ছুটিতে বাড়ি এসে আর কাজে ফেরা হল না! ব্যান্ডেলে পথদুর্ঘটনায় মৃত্যু জওয়ানের। স্কুটি ও দু’টি বাইকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ৫-৬ জন যাত্রী ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনায় মৃত্যু ২২ বছরের অনুরাগ কুমার সিংয়ের। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
October 28, 202510:23 AM IST

ED Raid In Beleghata: সাত সকালে বেলেঘাটায় ইডির অভিযান

সাত সকালে বেলেঘাটায় ইডির অভিযান। ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে ব্যবসায়ী দুই ভাইয়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-এর দল! ব্যবসায়ী বিশ্বজি‍ৎ চৌধুরী ও রণজি‍‍ৎ চৌধুরীর বাড়িতে ED। নির্মাণ ও হোটেলের ব্যবসা রয়েছে দুই ভাইয়ের। পুর-দুর্নীতির তদন্তে বেলেঘাটায় ইডি। দুই ভাইয়ের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। কাপড়-নির্মাণ ও হোটেলের ব্যবসা দুই ভাইয়ের।
October 28, 20258:47 AM IST

Howrah Kids Death: ছট পুজো সেরে ফেরার পথে বিপত্তি, হাওড়ায় পথদুর্ঘটনায় মৃত্যু শিশুর

ছট পুজো সেরে বাড়ি ফেরার পথে বিপত্তি, হাওড়ায় পথদুর্ঘটনায় মৃত্যু শিশুর। হাওড়া বার্ন স্ট্যান্ডার্ড মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। রিকশ থেকে পড়ে যায় ৩ বছরের শিশু, পিছন থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় একরত্তির ।
advertisement
October 28, 20258:43 AM IST

Cyclone Mantha Update: মঙ্গলবার সন্ধ্যা বা রাতেই অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় 'মন্থা'র ল্যান্ডফল

ধেয়ে আসছে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে এই ঘূর্ণিঝড় ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা বা রাতেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝে ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ কিমি। ঘূর্ণিঝড় মন্থায় সতর্ক বাংলার উপকূলও। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। ঘূর্ণিঝড় ‘মন্থা’য় সতর্ক বাংলাও। বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ! দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা-দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি ঝাড়গ্রাম-পুরুলিয়া বীরভূম-মুর্শিদাবাদে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে হাওয়া।
বাংলা খবর/ খবর/কলকাতা/
News Today Live : বিজয়গড়ে চলল গুলি,পশ্চিমবঙ্গে এসআইআর, মঙ্গলবারেই 'মন্থা'র ল্যান্ডফল, ১০০ দিনের কাজ ইস্যুতে পাল্টা তৃণমূলের প্রচারযুদ্ধ, দিনভর আর কী কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল