News Today Live : মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। ইতিমধ্যেই ‘ফ্রিজ’ হয়েছে ভোটারতালিকা। পাশাপাশি, ‘সিভিয়ার সাইক্লোন’ বা ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়, অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়া বন্দরের কাছে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই দিঘায় শুরু হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আর কী কী ঘটবে? একনজরে দেখে নিন
