পশ্চিমবঙ্গের একাধিক জেলায় স্বাস্থ্য দফতর নিয়োগ করবে। শুধুমাত্র Walk-in-Interview-এর মাধ্যমেই নিয়োগ হবে। কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না চাকুরীপ্রার্থীদের। নিয়োগ হবে বাঁকুড়া, মালদহ, পুরুলিয়া, হুগলি-সহ রাজ্যের একাধিক জেলায়।
*Recruitment Board: CMOH
*পদ:
মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার): ৫
Phlebotomist: ৭
মেডিক্যাল টেকনোলজিস্ট: ৫
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ডিপ্লোমা
আবেদনের তারিখ: ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ অক্টোবর
advertisement
নিয়োগের পদ্ধতি: Walk-in-Interview
নিয়োগের মেয়াদ: Contractual Basis অর্থাৎ চুক্তিভিত্তিক।
বেতনক্রম: ৫০০০-২০,০০০ টাকা
চাকুরীপ্রার্থীরা আবেদন সম্পর্কিত খুঁটিনাটি জানতে ক্লিক করুন নীচের লিঙ্কে: https://www.wbhealth.gov.in/pages/career_archive
শুধুমাত্র এই তিন পদেই নয়, রাজ্যের একাধিক জেলায় একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সব ক্ষেত্রেই শুধুমাত্র ইন্টারভিউ হবে। কোনও লিখিত পরীক্ষা হবে না। পুজোর আগেই বেশিরভাগ জেলায় ইন্টারভিউয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তবে ইতিমধ্যেই বহু জেলায় বহু পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত জানতে চোখ রাখতে পারেন স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে।