ইডি-র আধিকারিকদের মারধর করা হল, রাজ্য পুলিশের ডিজি এখনও চুপ কেন? রাজ্যপালের প্রশ্নের মুখে মুখ্যসচিব। ইডি-র আধিকারিকদের মারধর নিয়ে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন? উত্তরে মুখ্যসচিব জানান, পৃথক পৃথক অভিযোগ সংশ্লিষ্ট থানায় করা হয়েছে। কেউ গ্রেফতার হয়েছে? রাজ্যপালের প্রশ্নের মুখে পড়েন মুখ্য সচিব। এই ঘটনায় ফের বিস্তারিত রিপোর্ট মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে চেয়েছেন রাজ্যপাল।
advertisement
আরও পড়ুন: আদালতে বড় স্বস্তি পেল ইডি, সন্দেশখালির ঘটনায় তাজ্জব হাইকোর্ট! বিস্ফোরক অভিযোগ
এদিকে, ইডির বিরুদ্ধে এফআইআর খারিজ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ হাইকোর্টের। হাইকোর্টে বড় স্বস্তি ইডি’র। ২২ জানুয়ারি পরবর্তী শুনানি। রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ।
দুই এফআইআরের কেস ডায়েরি পেশ করতে নির্দেশ।
আরও পড়ুন: সন্দেশখালিতে ইডি অফিসারদের বিরুদ্ধেই টাকা চুরির অভিযোগ! পরিমাণ শুনলে চমকে উঠবেন
এদিন হাইকোর্টে শুনানিতে ইডির তরফে বলা হয়, বিরাট দুর্নীতি এটা। দুটি বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল। ইডির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ইডি তল্লাশিতে গিয়ে আক্রান্ত, রক্তাক্ত, হাসপাতালে ভর্তি করা হয়েছে অফিসারদের৷ এরপরই বিচারপতি জানতে চান, ইডির বিরুদ্ধে অভিযোগকারী কে? ইডি জানায়, দিদার বক্স মোল্লা, বাড়ির কেয়ারটেকার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ইডি তল্লাশিকে প্রশ্নে মুড়তে এমন মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। শ্লীলতাহানি, হুমকি, জোর করে বাড়িতে ঢোকার মতো ধারায় এফআইআর করা হয়েছে ইডি বিরুদ্ধে। ৪৪৭/৪৪৮/৪২৭/৩৫৪/৩৭৯/৫০৬ এবং ৩৪ ধারায় এফআইআর ইডি আধিকারিকদের বিরুদ্ধে।