আজ সোমবার বিকাল ৪টেয় তৃণমূলের কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রবিবার রাতেই তৃণমূল কংগ্রেসকে ইমেইল করে সে কথা জানিয়েছে রাজভবন। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল কলকাতায় আসার পরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: সিবিআই রেইডের পরের দিনই অভিষেকের মঞ্চে ফিরহাদ! বললেন, ‘মানসিক কষ্ট অনেক বেশি কঠিন’
advertisement
রবিবার কলকাতা বিমানবন্দরে নামার পর রাজ্যপাল জানিয়েছিলেন, তাঁর কাছে দেখা করার জন্য এখনও পর্যন্ত কেউ ই-মেইল বা চিঠি দেননি। যদিও গত শনিবার দার্জিলিং রাজভবনে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই রাজ্যপাল জানান, খুব শীঘ্রই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেই মোতাবেক আজ বিকেল চারটের সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে সময় দেওয়া হয়।
উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে গত রবিবার রাতে রাজভবনে ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ‘‘তৃণমূলের ৩জন প্রতিনিধি আমার কাছে এসেছিলেন। তাঁরা চান, আমি যেন তাঁদের নেতার সঙ্গে রাজভবনে দেখা করি। আমি তাদের দার্জিলিঙে রাজভবনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। মনে হয় তাঁরা এখানে আসতে চান না। আমি সেটা বুঝেছি।’’ রাজ্যপাল অবশ্য জানিয়েছিলেন, তৃণমূলের প্রতিনিধি দলের সমস্ত বক্তব্য তিনি শুনবেন এবং সেই কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন৷ এদিন রাজ্যপালের এই দিল্লি সফর সেই উদ্দেশে কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷
আরও পড়ুন: নিয়ে নেওয়া হল ফিরহাদের ফোন, আইনজীবীদের বাড়িতে ঢুকতে বাধা, আটকানো হল মেয়েকেও
১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করছে তৃণমূল৷ দিল্লির ধর্নার পরে ‘রাজভবন চলো’ অভিযান৷ তার পরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দেখা না পেয়ে রাজভবনের সামনেই ধর্নামঞ্চ বেঁধে অবস্থান৷ সেই অবস্থান কর্মসূচি সোমবার ৬ দিনে পড়েছে৷