২০১৬ সালের প্যানেলে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি- যে কর্মীরা চাকরি হারিয়েছেন তারা ভাতা পাবেন। শ্রম দফতরের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫। তারই বিজ্ঞপ্তি জারি করা হল, এপ্রিল মাস থেকে ওই ভাতা কার্যকর করা হল।
advertisement
বাংলার শিক্ষা পোর্টালে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই পোটালে থাকা বিজ্ঞপ্তি নজরে আনতে হবে যাতে, তাদের বিদ্যালয়ে এই ধরনের কোনও চাকরিহারা শিক্ষাকর্মী থাকলে তারা আবেদন জানাতে পারেন।
এই ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর নাম দফতরের কর্মীদের বেতনের তালিকায় থাকবে। প্রধান শিক্ষককে এ ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন যাচাই করে যোগ্য বলে সার্টিফাই করতে হবে। তারপর জেলার স্কুল বিদ্যালয়ে পরিদর্শকের অফিসে জমা দিতে হবে। জেলা স্কুল পরিদর্শককেও তারপর তা যাচাই করে সার্টিফাই করতে হবে। জেলায় জেলায় এই নির্দেশিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর।