TRENDING:

কোভিড-যোদ্ধাদের সম্মান মুখ্যমন্ত্রীর, রেড রোডে মাত্র আধ ঘণ্টার স্বাধীনতা দিবস পালন

Last Updated:

এ দিন ২৫ জন করোনা যোদ্ধাকে পুরস্কৃত করল রাজ্য সরকার৷ করোনা যোদ্ধাদের নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান, 'করোনা চলে যাবে একদিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো' বাজিয়ে মূলত এ বারের স্বাধীনতা দিবস ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের উত্‍সর্গ করল রাজ্য সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা আবহে ৪টি ট্যাবলো, সংক্ষিপ্ত কুচকাওয়াজ, দর্শকশূন্য স্টেডিয়ামে রাজ্য সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হল কলকাতার রেড রোডে৷ ঠিক সকাল ১০টায় রেডরোডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

প্রতি বছর ১৫ অগাস্ট রেড রোডে আড়ম্বরের সঙ্গে পালিত হয় স্বাধীনতা দিবস৷ কিন্তু করোনা পরিস্থিতিতে এ বছর আধ ঘণ্টার মধ্যে খুব সামান্য আয়োজনেই সারা হল অনুষ্ঠান৷ এ দিন ২৫ জন করোনা যোদ্ধাকে পুরস্কৃত করল রাজ্য সরকার৷ করোনা যোদ্ধাদের নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান, 'করোনা চলে যাবে একদিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো' বাজিয়ে মূলত এ বারের স্বাধীনতা দিবস ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের উত্‍সর্গ করল রাজ্য সরকার৷

advertisement

এ দিন পৌনে ১০টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মঞ্চে ওঠেন। মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেন কলকাতা পুলিশের অফিসাররা। এরপর ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এ দিন মাত্র ৪টি ট্যাবলো প্রদর্শিত হয় রেড রোডে। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

advertisement

এ দিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্‍ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবন থেকে বেরিয়ে মমতা বলেন, রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ হল৷ ৫ জনের মিলে আড্ডা মারলাম৷ বিকেলের অনুষ্ঠানে থাকতে পারব না৷ তাই দেখা করে গেলাম৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে? এই প্রশ্নে রাজ্যপালের উত্তর, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে৷ কী বিষয়ে কথা হয়েছে, বলব না৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কোভিড-যোদ্ধাদের সম্মান মুখ্যমন্ত্রীর, রেড রোডে মাত্র আধ ঘণ্টার স্বাধীনতা দিবস পালন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল