TRENDING:

Panchayat Department West Bengal: ফের কেন্দ্রের স্বীকৃতি রাজ্য়ের পঞ্চায়েত দফতরকে, ১৪টি পুরস্কার পেল দফতর

Last Updated:

Panchayat Department West Bengal: মূলত শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট পুরস্কার, রাষ্ট্রীয় গৌরভ গ্রাম সভা পুরস্কার, পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার এই চারটি পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের সাফল্য রাজ্য পঞ্চায়েত দফতরের। কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের স্বীকৃতি পেল রাজ্য পঞ্চায়েত দফতরের। একটি বা দুটি নয়, ১৪টি পুরস্কার কেন্দ্রের থেকে পেল পঞ্চায়েত দফতর। রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে মূলত ২০২০-২১ অর্থবর্ষের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে এই স্বীকৃতি দেওয়া হয়েছে পঞ্চায়েত দফতরকে। রাজ্যের মোট ১৪টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও  গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার পেয়েছে। মূলত শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট পুরস্কার, রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার, পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার এই চারটি পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যকে।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

আরও পড়ুন : "সুস্থ হয়ে ঘরে ফিরুন দাদা...", নানুরে অনুব্রতের মঙ্গল কামনায় অভিনব আয়োজন অনুগামীদের

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারি দু'নম্বর ব্লকের বিজুর- ২ গ্রাম পঞ্চায়েত পেয়েছে শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গোয়াগাও ১ নম্বর গ্রাম পঞ্চায়েত পেয়েছে গ্রাম পঞ্চায়েত ডেভলপমেন্ট' পুরস্কার। বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার পেয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান এই দুটি জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পঞ্চায়েত সমিতি এবং পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে।

advertisement

আরও পড়ুন : উপনির্বাচনে সকাল থেকে তিনিই যেন 'শো-স্টপার'! দুপুরে ছোট্ট 'ব্রেকে' কোথায় উধাও বাবুল?

বাঁকুড়া জেলার পত্রসায়ের ব্লকের বলসি দু নম্বর গ্রাম পঞ্চায়েত, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর আমরাকুচি গ্রাম পঞ্চায়েত, পূর্ব বর্ধমান জেলার মেমারি দু'নম্বর ব্লকের বোহার ১ গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত, পুরুলিয়া জেলার মানবাজার দু'নম্বর ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েত, উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ১ নম্বর ব্লকের মসলন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত গুলি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ১০০ দিনের কাজে রাজ্য কে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। শুধু তাই নয় সব রাজ্য কে পিছনে ফেলে রাজ্য ১ নম্বর স্থান দখল করেছে। তারপর পরই কেন্দ্রের তরফের আরও একবার স্বীকৃতি রাজ্যে পঞ্চায়েত দপ্তরের কাজের অগ্রগতি আরও বাড়াবে বলেই মত পঞ্চায়েত দফতরের আধিকারিকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Department West Bengal: ফের কেন্দ্রের স্বীকৃতি রাজ্য়ের পঞ্চায়েত দফতরকে, ১৪টি পুরস্কার পেল দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল