TRENDING:

Adenovirus: অ্যাডিনোর দোসর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বড় পদক্ষেপ রাজ্যের! ঘোষণা মুখ্যসচিবের

Last Updated:

মুখ্যসচিব ফের একবার দাবি করেছেন, রাজ্যে এই মরশুমে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের জেরে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অ্যাডিনো ভাইরাস পরিস্থিতির উপরে নজর রাখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপে সাহায্য করতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার৷ বিশেষজ্ঞ চিকিৎসক এই টাস্ক ফোর্সে মোট ৮ জন সদস্য থাকছেন৷ শনিবার নবান্নে এই ঘোষণা করেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷
হাসপাতালে কমছে রোগীর চাপ, দাবি মুখ্যসচিবের।
হাসপাতালে কমছে রোগীর চাপ, দাবি মুখ্যসচিবের।
advertisement

মুখ্যসচিব ফের একবার দাবি করেছেন, রাজ্যে এই মরশুমে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের জেরে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ১৩টি শিশুরই কো- মর্বিডিটি ছিল বলে দাবি করেছেন মুখ্যসচিব৷ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই দাবি করেছিলেন৷ যদিও বেসরকারি মতে সংখ্যাটি অনেক বেশি বলেই দাবি করা হচ্ছে৷

আরও পড়ুন: ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো ভাইরাসের দাপট বাড়ছে, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

advertisement

মুখ্যসচিব অবশ্য দাবি করেছেন, ধীরে ধীরে রাজ্যের হাসপাতালগুলিতে অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে অসুস্থ শিশুদের চাপ কমছে৷ আগে যেখানে দৈনিক প্রায় সাড়ে আটশো থেকে সাড়ে নশো কেস আসছিল, এখন তা কমে ৫৫০ থেকে ৬০০ হয়েছে৷ আশা কর্মীদের দিয়েও সমীক্ষা করিয়ে রাজ্য প্রকৃত পরিস্থিতি বুঝে পদক্ষেপ করছে বলে দাবি করেছেন মুখ্যসচিব৷

advertisement

আরও পড়ুন: 'দয়া করে প্যানিক করবেন না...' অ্যাডিনোভাইরাস নিয়ে অভয় দিলেন মমতা! মুখ্যমন্ত্রী দিলেন 'এই' কাজটি করার পরামর্শ

তবে শুধু শিশুরা নয়, অ্যাডিনো সংক্রমণে বয়স্করা আক্রান্ত হচ্ছেন বলেও সতর্ক করেছেন মুখ্যসচিব৷ তবে জেলার হাসপাতাল থেকে কলকাতায় রেফার করার প্রবণতা কমেছে বলে দাবি করেছেন মুখ্যসচিব৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু অ্যাডিনো ভাইরাস নয়, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চিন্তা বাড়িয়েছে এইচ থ্রি এন টু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও৷ রাজ্য সরকারের তৈরি টাস্ক ফোর্স এই ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের গতিবিধির উপরেও নজর রাখবে৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধে ৬টা নাগাদ টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠকে বসবেন৷ ইতিমধ্যেই অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Adenovirus: অ্যাডিনোর দোসর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বড় পদক্ষেপ রাজ্যের! ঘোষণা মুখ্যসচিবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল