তাই দূষণ প্রতিরোধে আগামী দিনে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে তা নিয়েই চলছে আলোচনা । সেই কারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ । আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট বলছে বাতাসে ভাসমান সুক্ষ্ম ধূলিকণা অর্থাৎ পিএম ২.৫-এর উপস্থিতির সংখ্যা বেড়েছে কলকাতায়। যার ফলে শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের হাল অনেকটাই খারাপ হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে। বিশেষ করে ডিজেলচালিত গাড়ির দূষণ ও নির্মাণ কাজের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে ।
advertisement
বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির তালিকায় দু’নম্বরে কলকাতা । হেলথ এফেক্ট ইনস্টিটিউটের স্টেট অব গ্লোবাল এয়ার-এর একটি রিপোর্টে এমনই তথ্য জানানো হয়েছে । গড় বার্ষিক দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লি ও কলকাতা এখন ববিশ্বের সব থেকে দূষিত শহর। ভারতের আরও একটি শহর অবশ্য বিশ্বের সব থেকে দূষিত ২০টি শহরের তালিকায় রয়েছে । দূষিত শহরগুলির তালিকায় ১৪ নম্বরে রয়েছে মুম্বই। ভারতের তিনটি শহর দূষণের বিচারে এই তালিকায় জায়গা পেয়েছে । আর যে কোনও শহরের পক্ষে সেটা মোটেও ভাল বিজ্ঞাপন নয় ।
আরও পড়ুন : পুজোর ঢাকে কাঠি, আজ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে রাজ্য সরকার
আরও পড়ুন : কলকাতা সহ শহরতলীতে বাড়ছে ডেঙ্গু, উদ্বেগে নবান্ন, শুরু সচেতনতার প্রস্তুতি বৈঠক
বাতাসে দূষণের জেরে সারা বিশ্বে সবথেকে বেশি মৃত্যুর রিপোর্ট বেজিংয়ে । সেখানে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১২৪ জন বায়ুদূষণে প্রাণ হারান । বিশ্বের সেরা ২০টি দূষিত শহরের মধ্যে পাঁচটি চিনের। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা তৈরির জন্য মোট ৭ হাজার শহরে সমীক্ষা হয়েছিল। শেষ পর্যন্ত ১৩০ টি শহরকে এই তালিকায় রাখা হয়েছে । বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকা এরকম– দিল্লি, কলকাতা, কানো (নাইজেরিয়া), লিমা (পেরু), ঢাকা (বাংলাদেশ), জাকার্তা (ইন্দোনেশিয়া), লাগোস (নাইজেরিয়া), করাচি (পাকিস্তান), বেজিং (চিন), আকরা (ঘানা)।