রবিবার সকাল ৮ টা থেকে নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছিল গণনা কেন্দ্রগুলোকে। সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলছিল গণনার কাজ। ২৯৪ টি বিধানসভার আসন থাকলেও আজ রবিবার ভোট গণনা ছিল ২৯২টি আসনে। শুরুতে দেখা গেছিল সমানে সমানে লড়াই করছে দুই তৃণমূল ও বিজেপি। এমনকী এক এক সময়ে এগিয়ে যেতে দেখা গেছে গেরুয়া শিবিরকে। কিন্তু দিন যত গড়িয়েছে ততই হাসি চওড়া হয়েছে শাসক দলের। সকাল সাড়ে ১২টা পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপির দ্বিগুণের বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল। ২০০-র বেশি আসনে এগিয়ে তারা, অন্যদিকে বিজেপি এগিয়ে ৮০টি আসনের আশেপাশে।
advertisement
তৃতীয় রাউন্ডের শেষে শিলিগুড়িতে ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। কোচবিহারে এগিয়ে বিজেপি প্রার্থী মিহির গোস্বামী এবং পিছিয়ে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। অগ্নিমিত্রা পাল এগিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণে। ১২ হাজার ৫০০ ভোটে এগিয়ে অরূপ বিশ্বাস। পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। চন্ডিতলাতে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ দাশগুপ্ত। অন্যদিকে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।