নির্বাচন কমিশনের তরফে সর্বশেষ যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে প্রায় ৪৮.৪৮ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল৷ আর বিজেপি-র প্রাপ্ত ভোটের হার ৩৭ শতাংশের কিছু বেশি৷
পরিসংখ্যান বলছে, ২০১১ সালে তৃণমূল পেয়েছিল ভোট প্রাপ্তির হার ছিল ৩৯ শতাংশের কাছাকাছি৷ ২০১৬ সালে তা বেড়ে হয়েছিল প্রায় ৪৫ শতাংশ৷ এবার সেই সাফল্যকেও ছাপিয়ে যেকে পারে শাসক দল৷ অথচ, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এবার পরীক্ষাটা অনেক কঠিন ছিল তৃণমূলের সামনে৷
advertisement
২০১৯ সালের লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেলেও তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৩ শতাংশের উপরে৷ বিজেপি পেয়েছিল ৪০.৬৪ শতাংশ ভোট৷
আমফান দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি, আইনশৃঙ্খলার অবনতি, সংখ্যালঘু তোষণ- তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হয়েছিলেন বিজেপি নেতারা৷ কিন্তু বাস্তবে দেখা গেল, নির্বাচনে এর কোনওটারই সেভাবে প্রভাব পড়েনি৷ উল্টে জঙ্গলমহল, উত্তরবঙ্গের জেলা গুলিতেও পায়ের তলার মাটি অনেকটাই ফিরে পেয়েছে শাসক দল৷
