TRENDING:

West Bengal Election Results 2021: 'বিশ্ববাংলা করবেন মমতাই', শ্রাবন্তীকে বহু পিছনে ফেলে চাপ কমালেন পার্থ'

Last Updated:

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখে চওড়া হাসি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2021) লড়াইতে বেহালা পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখে চওড়া হাসি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2021) লড়াইতে বেহালা পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এদিন সকালে ভোট গণনা শুরু হতেই বেশ বড় ব্যবধানে এগিয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়।
advertisement

এমন জয়ের স্বাদ পেয়ে কেমন লাগছে তাঁর? পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, 'লিড না, মানুষের কথা ভাবি। কী ভাবে বেহালায় কাজ করেছি। কোভিডের মোকাবিলা করেছি। এটা মুখ্যমন্ত্রীর উপর আস্থার ফসল। মানুষ সব জানেন। আমরা তো বলেছিলাম, আমি পিকের সঙ্গে একমত। তিন অঙ্ক ছুঁতে পারবে না বিজেপি। খুব বেশি হলে ৭০-৮০। কীেভাবে মমতা উন্নয়ন করেছেন, কীভাবে সমাজকে ঐক্যবদ্ধ করেছেন, যে ভাবে আমফান ও করোনার বিরুদ্ধে লড়াই করেছেন, মানুষের পাশে থেকে অবিচারের বিরুদ্ধে যেভাবে সরব ছিলেন তারই প্রতিফলন হয়েছে ভোটবাক্সে।'

advertisement

বিজেপির এত নেতারা বাংলা দখলে মরিয়া হয়ে বার বার ভোটপ্রচারে এসেছেন। বাদ যাননি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেও বিজেপির এমন ফল কেন? পার্থর মন্তব্য, 'এটা বাঙালিকে যাঁরা আত্মসম্মানে আঘাত দিতে চেয়েছিল, সমস্ত মানুষ বাংলার জাতি-ধর্ম-নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। মমতাই একমাত্র মুখ যে বাংলাকে বাঁচাতে পারে।'

করোনা মোকাবিলার পরিকল্পনা প্রথম থেকেই ছিল বলে এদিন দাবি করেছেন পার্থ। তাঁর দাবি, 'করোনাকে প্রতিহত করবার যে শর্তাবলী পালন করার কথা সে ব্যাপারে উদাসীন ছিল নির্বাচন কমিশন। প্রথম থেকে মমতা আট দফার বিরোধিতা করেছেন। নির্বাচন কমিশন একেবারেই তৎপর নয়। আমরা তৈরি আছি। প্রচারের শেষেই করোনা প্রতিরোধ করার মিটিংয়ে গিয়েছিলেন মমতা। আমাদের সরকার মানুষের পাশেই আছে। ভবিষ্যতের পরিকল্পনা মমতাই বলবেন। বাংলার মানুষ তাঁর উপর বিশ্বাস রাখেন। বাংলাকে বিশ্ববাংলা করবেন মমতাই।'

advertisement

এদিন সংযুক্ত মোর্চার নীতি নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন পার্থ। বিধানসভা নির্বাচনে এতটা খারাপ ফলের কারণ হিসেবে তিনি মনে করেন, 'মোর্চাদের নীতিহীনতার ফল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মিলিত ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আহ্বান জানিয়েছিলাম। তাঁরা সে পথে যাননি। নিজেদের আত্ম অহমের ফলে লড়াই থেকে সরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমি লড়াই চালিয়ে যাব। গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিজেপির বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা মমতা রোজ এসে আক্রমণ করেছেন। কিন্তু পারেননি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলেজ পাশ যুবতীর আয়ের অভিনব আইডিয়া! বানাচ্ছেন উলের দুর্দান্ত সব জিনিস, হচ্ছে ভালই লাভ
আরও দেখুন

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পার্থীদের নিয়ে পার্থর কটাক্ষ, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি, যাঁরা গিয়েছেন সেটা ভুল সিদ্ধান্ত। মানুষ সেটা বুঝিয়ে দিলেন। মানুষ তার যোগ্য দবাব দিয়েছেন। গণতান্ত্রিক ভাবে লড়াই করতে হবে, কোনও ষড়যন্ত্র করলে হবে না। আমাদের পথ শান্তি, প্রগতি, উন্নয়নের পথ। উচ্ছ্বাসকে সংযত করতে হবে।'

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election Results 2021: 'বিশ্ববাংলা করবেন মমতাই', শ্রাবন্তীকে বহু পিছনে ফেলে চাপ কমালেন পার্থ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল