মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েও পরে ট্যুইট করেছেন রাজ্যপাল। লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিধানসভা নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। কাল সন্ধে সাতটায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজভবনে আসবেন দেখা করতে।'
মমতার ঘোষণার কিছু সময় পরই তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি প্রথম ট্যুইটে লিখেছেন, 'গণতন্ত্র হল জনগণের হিতার্থে কাজ করা। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। কোভিড গাইডলাইন মেনে শান্তি বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে সাধুবাদ জানাই। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হোম বেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে সব রকম আদেশ পালনের জন্য পদক্ষেপ করার অনুরোধ করি।'
পরে আরও একটি ট্যুইটে রাজ্যপাল লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে শান্তি বজায় রাখতে সব রকম পদক্ষেপ করার। সকলের কাছে আবেদন করছি কোভিড নিয়ম মেনে শান্তি বজায় রাখার।'
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দলের কর্মীদের বিজয় মিছিল না করার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী৷ বরং সংকটের এই মুহূর্তে যাঁদের সাহায্যের প্রয়োজন, তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যাঁদের সাহায্য তিনি জানিয়েছেন, আপাতত তাঁর অগ্রাধিকার রাজ্যের করোনা পরিস্থিতিকে সামাল দেওয়া৷ তিনি বলেন, 'সবুজের ঝড়ে কোভিডের ঝড় আমরা থামিয়ে দেব৷'