TRENDING:

Jagdeep Dhankhar to Mamata: গণতন্ত্র রক্ষায় শান্তি বজায় রাখতে মমতাকে অনুরোধ রাজ্যপালের, কী বললেন?

Last Updated:

মমতার ঘোষণার কিছু সময় পরই তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফলে (West Bengal Election Results 2021) ২০০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেও খুব বেশি বড় করে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে না৷ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের কোভিড (West Bengal Coronavirus) পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কবে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মমতাকে ট্যুইট রাজ্যপালের।
মমতাকে ট্যুইট রাজ্যপালের।
advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েও পরে ট্যুইট করেছেন রাজ্যপাল। লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিধানসভা নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। কাল সন্ধে সাতটায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজভবনে আসবেন দেখা করতে।'

মমতার ঘোষণার কিছু সময় পরই তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি প্রথম ট্যুইটে লিখেছেন, 'গণতন্ত্র হল জনগণের হিতার্থে কাজ করা। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। কোভিড গাইডলাইন মেনে শান্তি বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে সাধুবাদ জানাই। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হোম বেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে সব রকম আদেশ পালনের জন্য পদক্ষেপ করার অনুরোধ করি।'

advertisement

advertisement

পরে আরও একটি ট্যুইটে রাজ্যপাল লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে শান্তি বজায় রাখতে সব রকম পদক্ষেপ করার। সকলের কাছে আবেদন করছি কোভিড নিয়ম মেনে শান্তি বজায় রাখার।'

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দলের কর্মীদের বিজয় মিছিল না করার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী৷ বরং সংকটের এই মুহূর্তে যাঁদের সাহায্যের প্রয়োজন, তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যাঁদের সাহায্য তিনি জানিয়েছেন, আপাতত তাঁর অগ্রাধিকার রাজ্যের করোনা পরিস্থিতিকে সামাল দেওয়া৷ তিনি বলেন, 'সবুজের ঝড়ে কোভিডের ঝড় আমরা থামিয়ে দেব৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagdeep Dhankhar to Mamata: গণতন্ত্র রক্ষায় শান্তি বজায় রাখতে মমতাকে অনুরোধ রাজ্যপালের, কী বললেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল