শুক্রবার ট্যুইটারে একটি ছবি শেয়ার করেছেন মহুয়া। সেখানে দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2021) পঞ্চম দফা (Phase 5) ভোটের আগেরদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস বসে রয়েছেন। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বিজেপি কর্মী। তাঁরা একসঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন বলেছেন মহুয়া। এই ছবি শেয়ার করে এমনই অভিযোগ করেছেন মহুয়া মৈত্র। ট্যুইটারে তিনি নির্বাচন কমিশনকে ট্যাগ করে এই ঘটনার উচিত শাস্তি ও তদন্তের দাবি করেছেন।
advertisement
বৃহস্পতিবারই করোনা সংক্রমণ যখন বাড়ছে তখন আরও চার দফায় নির্বাচন করার সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি একটি ট্যুইট করেছিলেন। সেখানে মহুয়া মৈত্র লিখেছেন, 'মহামারীর সময় আট দফায় নির্বাচন করা নরহত্যার সমান।' দেশ তথা রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বাংলায় বাকি দফার ভোট একদফাতেই করার প্রস্তাব দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
আজও সেই প্রস্তাব রাখা হবে বলে সূত্রের খবর। তবে বাকি চার দফার ভোট একদফাতে করার কোনও পরিকল্পনা নেই কমিশনের। কমিশন সূত্রে খবর, বাকি দফার ভোট একসঙ্গে করলে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হবে। তাই একসঙ্গে ভোট করা যাবে না।