তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এদিন নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আজ্ঞা বহনকারী বলতে ছাড়েননি নুসরত। ভোট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে তিনি সংবাদমাধ্যমকে জানান, 'আমি যেখানেই প্রচারে গিয়েছি, সেখানে মানুষের সমর্থন দেখেছি শুধু একটাই মুখ, আমাদের মুখ্যমন্ত্রীর জন্য। এতদিন নির্বাচন কমিশন ঘুমিয়ে ছিল কেন? যখন প্রধানমন্ত্রী ঠিক করলেন যে আর কোনও জনসভা করবেন না, তখনই নির্বাচন কমিশন জনসভা নিষিদ্ধ করে দিল। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া নির্বাচন কমিশন কোনও মানুষের কথা শোনে না।'
advertisement
এবারের বিধানসভা ভোটে সক্রিয় ভাবে দলের প্রচারে দেখা গিয়েছে নুসরতকে। সারা রাজ্যজুড়েই দলের বিভিন্ন প্রার্থীর হয়ে ভোটপ্রচারে দেখা গিয়েছে তাঁকে। দেশের করোনা পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতে ভোলেননি নুসরত। দু'দিন আগেই ট্যুইটে নিজের মনের কথা শেয়ার করে নরেন্দ্র মোদি সরকারের তুলোধনা করেছিলেন তিনি।
অক্সিজেনের ঘাটতির জন্য প্রধানমন্ত্রীকে বিঁধে ট্যুইটে নুসরত লিখেছিলেন, 'আজ আমরা শ্বাস নিতে পারছি না কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছেন। অথচ তাঁর নিজের দেশের মানুষ নিঃশ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন।' এর সঙ্গেই নিচে আবার লেখেন, 'এটা অপরাধ!'
