একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৫ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ৭ জন উত্তর ২৪ পরগনার। কলকাতায় (Kolkata) করোনার বলি ৬ জন। জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৫৫১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১ হাজার ৯২৩ জনের।
advertisement
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২৩৭ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৯০ জন। তৃতীয় স্থানে পূর্ব মেদিনিপুর। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮৩ জন। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৪৭ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯১,২১৯।
তবে এদিনের রিপোর্ট বলছে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,৯৭৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৫১,৪৩৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। সুস্থতার হার স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। উল্লেখ্য, করোনাকে বাগে আনতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়ানিষেধ। বন্ধ সমস্ত গণপরিবহণ। কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী। তবে সরকারি বিধিনিষেধে সিলমোহর দিচ্ছে উত্তরোত্তর সদর্থক করোনা দৈনিক রিপোর্ট চার্ট।