TRENDING:

Bengal Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৯৩৩; মৃত্যু ৩৫ জনের

Last Updated:

Bengal Covid-19 Update: গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ক্রমশ স্বস্তি দেখাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ (Daily Covid Cases) দৈনিক রিপোর্ট। স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বৃহস্পতিবারের করোনাভাইরাস রিপোর্টে দেখা গেল গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯৩৩ জন। বুধবারের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণের হার। কমেছে মৃতের সংখ্যাও। কিন্তু অন্যদিকে বেশ খানিকটা ঊর্ধ্বমুখী সুস্থতার হার। রাজ্য সরকারের জারি করা 'কড়া বিধিনিষেধ' সংক্রমণকে অনেকটাই বাগে এনেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৫ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ৭ জন উত্তর ২৪ পরগনার। কলকাতায় (Kolkata) করোনার বলি ৬ জন। জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৫৫১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১ হাজার ৯২৩ জনের।

advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২৩৭ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৯০ জন। তৃতীয় স্থানে পূর্ব মেদিনিপুর। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮৩ জন। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৪৭ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯১,২১৯।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে এদিনের রিপোর্ট বলছে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,৯৭৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৫১,৪৩৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। সুস্থতার হার স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। উল্লেখ্য, করোনাকে বাগে আনতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়ানিষেধ। বন্ধ সমস্ত গণপরিবহণ। কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী। তবে সরকারি বিধিনিষেধে সিলমোহর দিচ্ছে উত্তরোত্তর সদর্থক করোনা দৈনিক রিপোর্ট চার্ট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৯৩৩; মৃত্যু ৩৫ জনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল