রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। ৭২৭৩৮ জনের পরীক্ষা হয়েছে।
কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৭৫ জন, মৃত্যু ৪ জনের হয়েছে।
উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ১৩১৭ জন,মৃত্যু ৪ জনের। হাওড়ায় একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪৪ জন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৬০৫ জন, মৃত্যু ২ জনের হয়েছে। হুগলিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৪১ জন,মৃত্যু ২ জনের হয়েছে। দক্ষিণ বঙ্গের মধ্যে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলা ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে।
advertisement
আরও পড়ুন: ২৩১০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ এবং প্রমোশন বোর্ড, জানুন
বীরভূমে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৫০ জন। রাজ্যের মধ্যে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, সেখানে বীরভূমে কীভাবে এতটা করোনা আক্রান্তের সংখ্যা থাকছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্য স্বাস্থ্য দফতর।পূর্ব বর্ধমানের আক্রান্ত ৪২১ জন, মৃত্যু ১ জনের। এছাড়াও নদিয়া জেলায় আক্রান্ত ৪১৪ জন, মৃত্যু ১ জনের, মুর্শিদাবাদ জেলায় আক্রান্ত ৩৩২ জন, পশ্চিম বর্ধমান জেলায় আক্রান্ত ৩৪৫ জন, মৃত্যু ১ জনের, বাঁকুড়া জেলার আক্রান্তের সংখ্যা বেশি ২৯১ জন।
আরও পড়ুন: ৬৩৫টি শূন্য পদে অধ্যাপক নিয়োগ করবে দিল্লি বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত
নতুন করে উত্তরবঙ্গ মাথাব্যথার কারণ হয়ে উঠেছে এই মুহূর্তে। দার্জিলিঙে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৫০৪ জন, মৃত্যু একধাক্কায় ৫ জনের,
মালদা জেলায় আক্রান্ত ৩৪৯ জন, মৃত্যু ১ জনের, জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্ত ৩১০ জন, মৃত্যু ১ জনের। এমনকী আলিপুরদুয়ার জেলায় যেখানে একটা সময় রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত থাকতো, সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৫৭ জন।