দুই দেশের সংঘর্ষবিরতির সব দলের প্রতিনিধিদের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের বার্তা পৌঁছে দিতে সব দলের প্রতিনিধিদের বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তের প্রশংসা করে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিশ্বব্যাপী প্রচারের জন্য সর্বদলীয় প্রতিনিধিদের পাঠানোর সিদ্ধন্ত দেখে আমি খুশি। আমি যেমনটি বারবার বলেছি, দেশের স্বার্থে এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের যেকোনো পদক্ষেপের পাশে রয়েছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস’।
advertisement
আরও পড়ুন: ‘ভারতে আর আইফোন বানালে…’, অ্যাপলের সিইওকে ভয়ঙ্কর হুমকি ট্রাম্পের, ভারতে বন্ধ হবে আইফোন?
এরপরেই ভারত পাকিস্তান সংঘাত এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সাংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী, দেশের মানুষের জানার অধিকার আছে কী ঘটেছিল সেই দিন, তাই এই আবেদন মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডলে ওই একই পোস্টে তিনি লেখেন, ‘বিদেশে প্রচারে যাওয়া প্রতিনিধিদের দেশে ফিরে আসার পরে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি সবার আগে দেশের মানুষের অধিকার রয়েছে, সাম্প্রতিক সংঘাত এবং তার পারিপার্শিক পরিস্থিতি সম্পর্কে জানার’।