ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন পাচ্ছে রাজ্য। কিন্তু চাহিদা বাড়ছে দ্রুত। আর রাজ্যের জন্য বরাদ্দ রয়েছে ৪৫০ মেট্রিক টন অক্সিজেন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ অক্সিজেন যেন কোথাও না সরানো হয়। অর্থাৎ, অন্য কোনও রাজ্যকে দিয়ে দেওয়া না হয়।
কিন্তু কেন অন্য রাজ্যকে অক্সিজেন দিয়ে দেওয়ার আশঙ্কা করছে এ রাজ্যের সরকার? এদিন বিষয়টি খোলসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দুর্গাপুর থেকে ভার্চুয়াল সভা করে মমতা গুরুতর অভিযোগ করে বলেন, 'বাংলার অক্সিজেন সাপ্লাই চেন 'সেল' উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বাংলাকে ভাতে মারতে চায়। তাই অক্সিজেন দিচ্ছে না।' এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে রাজ্যের মুখ্যসচিবের চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
যদিও রাজ্যের অক্সিজেন পরিস্থিতি নিয়ে মমতা অভয়ের সুরে জানিয়েছেন, 'আমরা রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন পুরোটা নিয়ে নিয়েছি। শিল্পের কাজে ব্যবহৃত অক্সিজেন এবার আমরা স্বাস্থ্যে ব্যবহার হবে। এখন এই মুহূর্তে ২০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে আমাদের কাছে।' এদিন ভ্যাকসিন নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা। বলেন, '৬০ শতাংশ ভ্যাকসিন গুজরাত পেল কিন্তু অন্য রাজ্যগুলি ১৫ শতাংশ মতো পেয়েছে। গুজরাটে পার্টি অফিস থেকে ইনজেকশান দিচ্ছে।' যদিও মমতার অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য বিজেপি।
