কলকাতা: দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় হলেও তৃণমূলের কাছে তিনি রাজনৈতিক প্রতিপক্ষই, এদিন ফের স্পষ্ট করলেন। কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষকে যারা কোণঠাসা করছিল তাদের দিয়ে হবে না এটা বোধহয় বুঝেছিলেন। তাই তাকে যোগ করা হয়েছে হয়তো। তবে যোগ-বিয়োগে কিছু হবে না। কারণ বিজেপি দলটাই প্রত্যাখ্যাত হয়েছে। তবে দিল্লি বোধহয় ভেবেছে দিলীপ ঘোষকে দরকার। উনি বিজেপি হলেও আমাদের সঙ্গে আদর্শগত লড়াই। দিলীপ ঘোষের দলে ফিরে আসা দীঘার জগন্নাথ দেবের কারণে। দিলীপ ঘোষের সটান সেই প্রণাম। উনি আরেক বার মন্দিরে যান“।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে তুষারপাত হলেও দক্ষিণবঙ্গে এসব জেলায় পড়বে গরম, শুক্রবার থেকেই বাড়বে তাপমাত্রা
পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ হলেও দিলীপ ঘোষের সাফল্যের কথা উল্লেখ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “আমরা দিলীপ ঘোষ, ও বিজেপির বিরোধী। কিন্তু তপন সিকদারের পরে উনি একমাত্র সফল। দিলীপ বাবু যে দলে আছেন সেটা প্রত্যাখ্যাত হয়ে গেছেন। দিলীপ বাাবু এত বলছেন বাংলার টাকা ফেরাতে বলছেন না। আসলে তার আসা না আসায় আমাদের কিছু যায় আসে না। ওনার লড়াই ছিল ওনার দলের গোষ্ঠীর বিরুদ্ধে। বিজেপি বনাম বিজেপি ছিল ওনার লড়াই। কিন্তু বাংলার লড়াইয়ে উনি সামিল হননি“।
দিলীপ ঘোষের সক্রিয় হওয়ার প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘দিলীপ ঘোষ কৈশোর থেকেই এই সংগঠনের সঙ্গে জড়িয়ে৷ তিনি এতদিন বসেছিলেন না তো, রণকৌশল তৈরি করছিলেন। তিনি কখন মাঠে নামবেন সেটা পার্টি ঠিক করে। দিলীপ ঘোষ একইভাবে মাঠ জুড়ে খেলবে, তিনি বাড়িতে বসে থাকার লোক নয়৷ ১৩ জানুয়ারি শুধু নয় আরও কিছু সভা রয়েছে আমার। দিলীপ ঘোষ থাকতে পারেন।’’
আরও পড়ুন: ১২০ কিলোমিটার ক্ষমতাসম্পন্ন পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল প্রথম পরীক্ষা
পাশাপাশি দিলীপ এই প্রসঙ্গে বলেন, ‘‘অনেক কমিটি হয়েছে আমি তো জানি না। নির্বাচনের বিভিন্ন কমিটি হবে। আমি পুরোপুরি তৈরি৷ তা জানিয়েছি সভাপতিকে। যাঁরা বলছিল দিলীপ তৃণমূলে যাবে তাঁরা আবার নতুন কিছু ভাবুন, নতুন গল্প বানান৷ নতুন কেউ দলে এলে তাকে শিখতে হয়, পার্টি বুঝলেই হল। আমার কাউকে বোঝানোর নেই৷ মাঠে ঘাটে লড়াই করেছি, বিস্তার হয়েছে পার্টির৷ আমি এভাবে কাজে থাকতেই পছন্দ করি৷’’
