বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ভাতা দ্বিগুণ করার ঘোষণা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, ‘‘৫০০ থেকে ১০০০ টাকা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা আসলে বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনের তুলনায় সেই টাকা কিছুই নয়। আমরা সরকারে এলে আড়াই হাজার টাকা থেকে সেই টাকার পরিমাণ শুরু করব।’’ এসসি-এসটি সম্প্রদায়ভুক্তদের মাত্র ২০০ টাকা বাড়িয়ে এক প্রকার বঞ্চনাই করা হয়েছে তাঁদের সঙ্গে বলেও সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সিভিক পুলিশ থেকে ভিলেজ পুলিশদের মাসিক বেতন এক হাজার টাকা বৃদ্ধিকেও কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘ওদের বেতন ২০ হাজার টাকা করা উচিত ছিল।’’
advertisement
মিথ্যে কথা বলে আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়েই এই বাজেট পেশ করা হয়েছে বলে দাবি করে শুভেন্দু এও বলেন, ‘‘বাজেটের বাস্তবতা কিছু নেই। উত্তরবঙ্গের চা বাগান কর্মীরাও বঞ্চিতই থাকলেন। বাজেটে নতুন করে চার শতাংশ মহার্ঘ ভাতা নিয়েও খোঁচা দিয়ে বিরোধী দলনেতা বলেন,’ এখনও অনেক ফারাক রয়েছে কেন্দ্রের সঙ্গে। ভোটে যাতে সরকারি কর্মচারীদের সমর্থন পায় তৃণমূল সেই লক্ষ্যেই চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কিন্তু এতে কোনও লাভ হবে না। সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারেই ডিএ চান।’’
আরও পড়ুন- বয়স অনুযায়ী কত ওজন হওয়া উচিত? এই ফর্মুলাতেই পেয়ে যাবেন হিসেব, আপনি জানতেন?
রাজ্য বাজেটে সংখ্যালঘুদের বরাদ্দ এক টাকাও নেই। স্বাস্থ্য থেকে শিক্ষায় কোনও বরাদ্দ নেই। এই বাজেটের সঙ্গে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই বলেও সুর চড়ান শুভেন্দু। ‘‘শনিবার বাজেটের বিরুদ্ধে বিধানসভা আধিবেশনে প্রতিবাদ হবে। আমরা আমাদের বক্তব্য রেকর্ড করাতে যতদূর যেতে হয় যাব।’’ বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা-সহ অন্যান্য দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে এও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।