TRENDING:

Suvendu Adhikari: ‘নির্বাচনী বক্তৃতা, ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই ভোটমুখী বাজেট...’ কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

Last Updated:

সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই বাজেট নির্বাচনী বক্তৃতা। লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে কোনও দিশা নেই।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘রাজ্য বাজেট পুরোটাই ভোটমুখী। ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।’’ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ প্রসঙ্গে ঠিক এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই বাজেট নির্বাচনী বক্তৃতা। লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে কোনও দিশা নেই।’’
নির্বাচনী বক্তৃতা, ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই ভোটমুখী বাজেট...’ কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর
নির্বাচনী বক্তৃতা, ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই ভোটমুখী বাজেট...’ কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর
advertisement

বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ভাতা দ্বিগুণ করার ঘোষণা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, ‘‘৫০০ থেকে ১০০০ টাকা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা আসলে বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনের তুলনায় সেই টাকা কিছুই নয়। আমরা সরকারে এলে আড়াই হাজার টাকা থেকে সেই টাকার পরিমাণ শুরু করব।’’ এসসি-এসটি সম্প্রদায়ভুক্তদের মাত্র ২০০ টাকা বাড়িয়ে এক প্রকার বঞ্চনাই করা হয়েছে তাঁদের সঙ্গে বলেও সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সিভিক পুলিশ থেকে ভিলেজ পুলিশদের মাসিক বেতন এক হাজার টাকা বৃদ্ধিকেও কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘ওদের বেতন ২০ হাজার টাকা করা উচিত ছিল।’’

advertisement

আরও পড়ুন– ‘বাজেট অধিবেশনে কেন রাজ্য সঙ্গীত? অগ্নিমিত্রার গাড়ি কেন আটকালো পুলিশ…?’ সুর সপ্তমে শুভেন্দু অধিকারীর

মিথ্যে কথা বলে আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়েই এই বাজেট পেশ করা হয়েছে বলে দাবি করে শুভেন্দু এও বলেন, ‘‘বাজেটের বাস্তবতা কিছু নেই। উত্তরবঙ্গের চা বাগান কর্মীরাও বঞ্চিতই থাকলেন। বাজেটে নতুন করে চার শতাংশ মহার্ঘ ভাতা নিয়েও খোঁচা দিয়ে বিরোধী দলনেতা বলেন,’ এখনও অনেক ফারাক রয়েছে কেন্দ্রের সঙ্গে। ভোটে যাতে সরকারি কর্মচারীদের সমর্থন পায় তৃণমূল সেই লক্ষ্যেই চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কিন্তু এতে কোনও লাভ হবে না। সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারেই ডিএ চান।’’

advertisement

আরও পড়ুন- বয়স অনুযায়ী কত ওজন হওয়া উচিত? এই ফর্মুলাতেই পেয়ে যাবেন হিসেব, আপনি জানতেন?

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

রাজ্য বাজেটে সংখ্যালঘুদের বরাদ্দ এক টাকাও নেই। স্বাস্থ্য থেকে শিক্ষায় কোনও বরাদ্দ নেই। এই বাজেটের সঙ্গে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই বলেও সুর চড়ান শুভেন্দু। ‘‘শনিবার বাজেটের বিরুদ্ধে বিধানসভা আধিবেশনে প্রতিবাদ হবে। আমরা আমাদের বক্তব্য রেকর্ড করাতে যতদূর যেতে হয় যাব।’’ বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা-সহ অন্যান্য দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে এও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘নির্বাচনী বক্তৃতা, ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই ভোটমুখী বাজেট...’ কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল