TRENDING:

WB Budget Session 2025: বুধবার রাজ্য বাজেট পেশ হবে, আজ বিধানসভার বাজেট অধিবেশন শুরু

Last Updated:

West Bengal Budget Session 2025: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়ে আজ, সোমবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: আজ, সোমবার থেকে শুরু রাজ্য বিধানসভার অধিবেশন। রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তাই এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ দুপুর দুটোয় বসবে বিধানসভা। প্রথম দফার অধিবেশন চলবে আগামী ১৯ তারিখ পর্যন্ত। বাজেট অধিবেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিশেষ শোকজ্ঞাপন প্রস্তাব আসতে চলেছে ৷ গত শুক্রবার সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির কমিটির বৈঠক শেষে এ কথাই জানিয়ে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে স্মরণ করবেন শাসক ও বিরোধী উভয়পক্ষের বিধায়করাই ৷ বাজেট পেশ হবে বুধবার ১২ ফেব্রুয়ারি ৷
বিধানসভার বাজেট অধিবেশন শুরু
বিধানসভার বাজেট অধিবেশন শুরু
advertisement

আরও পড়ুন– রাশিফল ১০ ফেব্রুয়ারি: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

আজ, সোমবার দুপুর দু’টোয় শুরু হবে এই বাজেট অধিবেশন। ১৭৫ নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হবে ৷ সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন ৷ কিন্তু গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় ৷ অধিবেশন পুরো শেষ করে দেওয়া হয়নি বলে এবার গতানুগতিক ১৭৬ নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ সম্ভব নয় ৷ ওই দিনই রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করে সেদিনের মতো অধিবেশন শেষ হবে ৷

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ১০ ফেব্রুয়ারি – ১৬ ফেব্রুয়ারি: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অধ্যক্ষ জানিয়েছেন, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দু’দিন রাজ্য বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে ৷ ১৮ তারিখ বাজেট নিয়ে আলোচনা হবে চার ঘণ্টা ৷ ১৯ তারিখ বাজেট নিয়ে আলোচনা হবে ৩ ঘণ্টা ৷ ১৯ তারিখ বাজেট অধিবেশনের প্রথম দফা শেষ হবে ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শুরু হবে ১০ মার্চ থেকে ৷ এক্ষেত্রে ১০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে দফতর ধরে ধরে বাজেট নিয়ে আলোচনা ৷ আগামী ১২ ফেব্রুয়ারি বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্য বাজেট ৷ ওই দিন বিকেল চারটেয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ ১৩ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর চার ঘণ্টার আলোচনা হবে রাজ্য বিধানসভায় ৷ ওই দিন কোনও প্রশ্নোত্তর পর্ব থাকবে না ৷ ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে তিন ঘণ্টা ধরে ৷ এই দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বও থাকবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Budget Session 2025: বুধবার রাজ্য বাজেট পেশ হবে, আজ বিধানসভার বাজেট অধিবেশন শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল