মধ্যশিক্ষা পর্ষদ উত্তরপত্র মূল্যায়ন নিয়ে একাধিক নিয়মাবলী চালু করছে, যা নিয়ে কার্যত সমস্যার মুখে পড়তে চলেছেন শিক্ষকদের একাংশ। ইতিমধ্যেই উত্তরপত্রর মূল্যায়নে কোনও প্রশ্নের নম্বর কেন কম দেওয়া হল তার ব্যাখ্যা শিক্ষকদের দেওয়া নিয়ে নির্দেশ দিয়েছে পর্ষদ। এবার আরও এক ধাপ এগিয়ে বানান ভুল হলেও নম্বর কাটা যাবে না বলে জানিয়ে দিল পর্ষদ। মূলত বাংলা ছাড়া আর কোনও বিষয়ে বানান ভুল হলে নম্বর কাটা যাবে না বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে। পর্ষদের যুক্তি, বাংলা বিষয়েই বানান ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে সেটা দেখাটাই একমাত্র যুক্তিযুক্ত। অঙ্ক, ইতিহাস,ভূগোলের মতো বিষয়গুলিতে উত্তরটা ঠিক নাকি ভুল, সেটাই আসল বিচার্য বিষয়। যদিও এতদিন ধরে এই বিষয়গুলিতেও বানান ভুলের জন্য অনেক সময় শিক্ষকরা নম্বর কেটে নিতেন। এবার থেকে তা করা যাবে না বলেই পর্ষদের তরফে জানানো হয়েছে। যদিও এ' বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
advertisement
নির্ভুল মূল্যায়নের জন্য মূল্যায়নকারী শিক্ষকদের উদ্দেশ্যে একাধিক নিয়মাবলী চালু করেছে পর্ষদ। গতবারের তুলনায় উত্তরপত্র মূল্যায়নের জন্য কম সময় দেওয়া হয়েছে। তার উপরে একের উপর এক নিয়মাবলী চালু করায় সমস্যায় পড়বেন শিক্ষকরা, এমনটাই বলছে শিক্ষক সংগঠনগুলি।
SOMRAJ BANDOPADHYAY