TRENDING:

West Bengal BJP: গত নির্বাচনে সিঙ্গুর ইস্যুতে শান দিয়ে ‘ফেল’, ফের বঙ্গ বিজেপির হাতিয়ার সেই সিঙ্গুর

Last Updated:

এবারে ২৪-এর লোকসভা নির্বাচনেও সিঙ্গুরের মাটিতে 'টাটাকে চাই' - এই শিল্প বার্তা নিয়ে কোমর বেঁধে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তৃণমূল সরকারের নানান বেনিয়ম ইস্যুর পাশাপাশি প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে সিঙ্গুর অস্ত্রে শান দিতে চলেছে গেরুয়া শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘সংগঠন নড়বড়ে। বিজেপির ‘ভরসা’ সেই সিঙ্গুর। একুশের পর চব্বিশ। সিঙ্গুর অস্ত্রে শান বিজেপির। গত বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত। বারবারই প্রচারে সিঙ্গুরকে হাতিয়ার করেছে বঙ্গ পদ্ম শিবির। এবারে ২৪-এর লোকসভা নির্বাচনেও সিঙ্গুরের মাটিতে ‘টাটাকে চাই’ – এই শিল্প বার্তা নিয়ে কোমর বেঁধে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তৃণমূল সরকারের নানান বেনিয়ম ইস্যুর পাশাপাশি প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে সিঙ্গুর অস্ত্রে শান দিতে চলেছে গেরুয়া শিবির।
গত নির্বাচনে সিঙ্গুর ইস্যুতে শান দিয়ে ‘ফেল’, ফের বঙ্গ বিজেপির হাতিয়ার সেই সিঙ্গুর
গত নির্বাচনে সিঙ্গুর ইস্যুতে শান দিয়ে ‘ফেল’, ফের বঙ্গ বিজেপির হাতিয়ার সেই সিঙ্গুর
advertisement

আরও পড়ুন-১৫ বছরে বিয়ে, ১৮ বছরে মা, ধর্মেন্দ্রর ছেলেকে শিখিয়েছিলেন সহবত, দেব আনন্দ বলতে এখনও পাগল ‘বালিকা বধূ’

তবে ঘরোয়া কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ পদ্ম শিবির আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে শিল্প ভাবনা থেকে সিঙ্গুরে টাটাকে ফেরানোর অঙ্গীকার নিয়েই মাঠে নামছে। গত বিধানসভা হোক বা পঞ্চায়েত। সিঙ্গুর অস্ত্রে শান দিলেও নিজেদের ঘরে রাজনৈতিক ফসল তোলার বিষয়ে ডাহা ‘ফেল’ করেছে রাজ্য বিজেপি। এবারের লোকসভা ভোট রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিগত নির্বাচন গুলিতে বিজেপির থেকে কার্যত মুখ ফিরিয়েছে বাংলার একটা বড় অংশের মানুষ। ‘আস্থা’ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ও শাসন দলের উপর।

advertisement

আরও পড়ুন– লাইট কমার্শিয়াল ভেহিক্যালের সম্ভার নিয়ে পূর্ব ভারতে পা রাখছে অশোক লেল্যান্ড, বাংলার বাজারই পাখির চোখ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অমিত শাহর চব্বিশের ভোটে বাংলা থেকে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারা নিয়ে দলের অন্দরেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে রাজ্যকে সিঙ্গুর নিয়ে টাটাদের ক্ষতিপূরণের নির্দেশকে হাতিয়ার করে ফের সেই সিঙ্গুরের ওপর ভর করেই বাংলার মানুষের মন পেতে চাইছে পদ্ম শিবির। তবে শেষ পর্যন্ত সিঙ্গুরের জমিকে ব্যবহার করে রাজনৈতিকভাবে কতটা ফসল ফলাতে পারে বিজেপি, তার উত্তর দেবে সময়ই। তবে সিঙ্গুর ইস্যুকে কেন্দ্র করে রণকৌশল শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। সিঙ্গুরেই সভা সমাবেশ পদযাত্রা শুধু নয়, সিঙ্গুর বার্তা গোটা রাজ্যজুড়েই ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সিঙ্গুর নিয়ে আমাদের প্রচার বিগত দিনেও জারি ছিল। আগামী দিনেও থাকবে। ক্ষমতায় এলেই শিল্পায়নের স্বার্থে সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal BJP: গত নির্বাচনে সিঙ্গুর ইস্যুতে শান দিয়ে ‘ফেল’, ফের বঙ্গ বিজেপির হাতিয়ার সেই সিঙ্গুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল