TRENDING:

West Bengal Legislative Assembly: উত্তপ্ত বিধানসভার অধিবেশন! নারী নির্যাতন নিয়ে জোর তরজায় তৃণমূল-বিজেপি

Last Updated:

West Bengal Legislative Assembly: উত্তপ্ত রাজ্য বিধানসভার অধিবেশন। শাসক-বিরোধী চাপানউতর নিয়ে অধিবেশন মুলতবিরও প্রসঙ্গ ওঠে রাজ্য বিধানসভায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ উত্তপ্ত রাজ্য বিধানসভার অধিবেশন। শাসক-বিরোধী চাপানউতর নিয়ে অধিবেশন মুলতবিরও প্রসঙ্গ ওঠে রাজ্য বিধানসভায়।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আরও পড়ুনঃ CNG সমস্যা জেরবার পরিবহণ সংস্থা! দু-মাসেই মিটবে জটিলতা, আশ্বাস পরিবহন মন্ত্রীর 

নারী নির্যাতন নিয়ে বিধানসভায় প্রস্তাব আনে বিজেপি। প্রস্তাব পাঠ করার অনুমতি দেন স্পিকার বিমান বন্দ‍্যোপাধ‍্যায়। বিজেপির পক্ষ থেকে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পাল। বিরোধী দলনেতাও প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন। প্রস্তাব পাঠের সময় কটাক্ষ করেন শাসকদলের বিধায়করা। বিরোধী দলনেতাকে শুভেন্দু অধিকারী বিধানসভায় জানান, আইনশৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ, তাই তাঁদের এই বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অপরদিকে, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘এটা রাজ্যের বিষয়। রাজ্যের থেকে কেড়ে নিতে চাইছে নতুন আইন। তার বেলা কী হবে? নারী নির্যাতন ঘটনা ঘটলে সবার আগে ব্যবস্থা নেওয়া হয়।’ দু’পক্ষের চাপানউতর নিয়ে বিধানসভা মুলতুবিরও প্রসঙ্গ ওঠে, তবে বিধানসভা মুলতুবি করতে অস্বীকার করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Legislative Assembly: উত্তপ্ত বিধানসভার অধিবেশন! নারী নির্যাতন নিয়ে জোর তরজায় তৃণমূল-বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল