প্রসঙ্গত, গত বুধবার বিধানসভায় বাজেট পেশ করা হচ্ছিল। আর সেই সময় ঘটে বিপত্তি। একজন ব্যক্তি বিধানসভার মূল কক্ষে ঢুকতে যাওয়ার সময়ে নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে। সন্দেহ হওয়াতে নিরাপত্তারক্ষীরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারঁ নাম কী? কোন বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক ইত্যাদি। তাঁর উত্তর শুনে সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। কিন্তু বিধানসভার মূল গেট পেরিয়ে এতদূর পর্যন্ত তিনি কীভাবে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
advertisement
আরও পড়ুন: স্বামীর সঙ্গে টিকিট কেটেই কোটি টাকার লটারি পেল স্ত্রী! তারপর যা ঘটল, চমকে উঠবেন শুনলে
এমনিতেই বিধানসভা চলাকালীন আঁটোসাটো নিরাপত্তা থাকে বিধানসভা চত্বরে। বাজেটের দিন সেই নিরাপত্তা অনেকটাই বেশি থাকে। পরিচয়পত্র ছাড়া কার্যত কেউই ভিতরে ঢুকতে পারেন না। বুধবারও একই রকমের ত্রিস্তরীও নিরাপত্তা ছিল। বিধানসভার ভিতরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুন: ডাক্তার যখন প্রধান! পঞ্চায়েত ভোটের আগে দুরন্ত চমক, মুগ্ধ গ্রামবাসীরাও
অথচ দুটি বলয় পেড়িয়ে কীভাবে ওই ব্যক্তি মূল কক্ষের সামনে চলে এলেন, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই ভুয়ো বিধায়ক নিজেকে কোন দলের বলেছেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিধানসভায় নিরাপত্তা অথচ দুটি বলয় পেড়িয়ে কীভাবে ওই ব্যাক্তি মূল কক্ষের সামনে চলে এলেন, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই ভুয়ো বিধায়ক নিজেকে কোন দলের বলেছেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিধানসভার নিরাপত্তা আরও জোরদার করা হল।