টালিগঞ্জ নির্বাচন ক্ষেত্রের রাণীকুঠি এলাকার বিজেপি দফতরে এই ঘটনা ঘটেছে৷ এই অফিসেই ছিলেন৷ কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী দোলযাত্রা উৎসবে অংশ নিয়েছিলেন৷ এরপরেই একটি ভিডিও ভাইরাল হয়৷ যেখানে দেখা যায় বাবুল সুপ্রিয় এক ব্যক্তিকে থাপ্পড় মারেন৷ এক ব্যক্তি তাকে বারবার ক্যামেরার সামনে আসার জন্য জোরাজুরি করছিলেন৷ সেখানেই এই ঘটনা ঘটে৷
advertisement
বাবুল সুপ্রিয়-র ভিডিও ভাইরাল হতেই বয়ান দেন বাবুল সুপ্রিয়৷ তিনি জানিয়ে দেন তিনি মোটেও থাপ্পড় মারেননি৷ খালি থাপ্পড় দেখিয়েছিলেন৷ এখন বিজেপি খতিয়ে দেখছে যে ব্যক্তি থাপ্পড়ের অভিযোগ তুলছে সে তৃণমূলের নাকি বিজেপিতে থাকা কেউ অর্থাৎ বিভীষণ৷
পশ্চিমবঙ্গ বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিট নন্দীগ্রাম৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে সম্মুখ সমরে শুভেন্দু অধিকারি৷ ১ এপ্রিল সেখানে দ্বিতীয় পর্বের ভোট৷ ২৭ মার্চ ৩০ টি সিটে ভোট হয়েছে৷ সেখানে ৮৪.৬৩ শতাংশ ভোট পড়েছে৷
