আরও পড়ুন– রাশিফল ৮ ফেব্রুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
রাজ্য বাজেটে প্রত্যাশা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু এও বলেন, ‘‘আমরা আশা করব অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও রান্নার গ্যাস সাড়ে চারশো টাকায় পাব। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যে কর রাজ্য সরকার নিচ্ছে সেটা নেবে না। তাহলে স্বাভাবিক ভাবেই পেট্রোপণ্যের দাম কমে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত শূন্য পদ পূরণের ঘোষণা করবেন। আমরা এও আশা করব ওড়িশা, বিহারের মতো সমস্ত পার্ট টাইম শিক্ষক অধ্যাপক থেকে অন্যান্য শিক্ষা কর্মীদের স্থায়ীকরণের ঘোষণা করা হবে এই রাজ্য বাজেটে। উত্তর প্রদেশের মত যারা পেনশন পান তাদেরও স্পেশ্যাল ইনসেনটিভ ঘোষণা করা হবে। জমিনীতি বদল করে শিল্প ও বাণিজ্যমুখী বাজেট হবে। সিঙ্গুরের জমিতে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার রোড ম্যাপ চূড়ান্ত হবে।’’
advertisement
আর যদি রাজ্য বাজেট পেশের পর দেখা যায় এসব না করে যদি অসংসদীয় কথাবার্তা, বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা হয়, তাহলে বিজেপি যে সোচ্চার এবং উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাবে সেই হুঁশিয়ারিও দিয়ে রেখে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘প্রতিবাদ করতে গিয়ে যদি সাসপেন্ড হতে হয় তাহলে সরকার পক্ষ করতে পারে। মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের বের করে দিতে চাইলে তাও করতে পারেন। বিধায়কদের ভাতা বন্ধ করতে চাইলে করতে পারেন। থানায় অভিযোগ করতে চাইলেও করতে পারেন। আমরা এ ব্যাপারে চিন্তিত নই।’’