TRENDING:

ভারতীয় পেনাল কোডের থেকেও কড়া আইন, নয়া গণপিটুনি বিরোধী আইন প্রসঙ্গে জানালেন মমতা

Last Updated:

এই আইনকে গণআন্দোলনের পর্যায়ে নিতে হবে',বিধানসভায় জানিয়েছেন মমতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# কলকাতা : গণপিটুনি রুখতে আজ নয়া বিল পাশ হয়েছে রাজ্যসভায় ।রাজ্যপালের অনুমতি নিয়েই গণপিটুনি বিল পেশ করা হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি জানিয়েছেন গণপিটুনি নিয়ে কেন্দ্র বিল আনেনি, তাই রাজ্যে বিল আনতে হচ্ছে। কেন্দ্র যথাযথ বিল আনেনি বলেই এই বিল এনেছে রাজ্য ।
advertisement

বিল পেশের আগে বিভিন্ন রাজ্যের কাছে গণপিটুনি নিয়ে তথ্য তলব করা হলেও কোনও রাজ্যের থেকেই  যথাযথ তথ্য মেলেনি, জানিয়েছেন মমতা । 'ধর্মের নামে মানুষ হত্যা করা হলে তা সভ্যতার অবক্ষয়; কেউ ছেলেধরা হলে তাকে পুলিশের হাতে দিন,পুলিশ-প্রশাসন তার কাজ করবে', মন্তব্য করেছেন মমতা ।

গণপিটুনি বিলে সমর্থন জানিয়েছেন বিরোধীরাও ও তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

advertisement

রাজ্যে গণপিটুনি নিয়ে কড়া আইন আনতে আজ বিধানসভায় পেশ হয়েছে নয়া বিল । ভারতীয় পেনাল কোডের থেকেও কড়া আইন হবে, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও দোষ প্রমাণ হলে ৫ লক্ষ টাকা বা তার বেশি ক্ষতিপূরণও দিতে হতে পারে । 'শান্তি-সম্প্রীতি সুনিশ্চিত করতে চাই আমরা,এই আইনকে গণআন্দোলনের পর্যায়ে নিতে হবে',বিধানসভায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভারতীয় পেনাল কোডের থেকেও কড়া আইন, নয়া গণপিটুনি বিরোধী আইন প্রসঙ্গে জানালেন মমতা