আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে, বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।
advertisement
শুক্রবারের পর শনিবার সকাল থেকেই ঝড়, বৃষ্টির ভয়ানক দাপট শুরু হয়। সকালে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াও শুরু হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন-চার দিন।
হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-য় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে।