ভ্যাপসা গরম, আর্দ্রতা থেকে স্বস্তির সম্ভাবনা। রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
সকালে রোদ। বেলা বাড়তেই আকাশ ঢেকেছে মেঘে। শনিবার আবহাওয়ার এই বদল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের ব্যাখ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সক্রিয় হয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
advertisement
উত্তরের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টি হবে। রবিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। কলকাতায় ইডেনে দীনেশ কার্তিকের কেকেআরের বিরুদ্ধে খেলবে বিরাট কোহলির আরসিবি। ইডেনের এখন নিকাশি ব্যবস্থা বেশ ভাল। টানা দু-তিন ঘণ্টা বৃষ্টি হলেও ইডেনে ম্যাচ শুরু হওয়া নিয়ে সমস্যা হবে না। তবে নাগাড়ে দুর্যোগ চললে খেলা চালানো কঠিন হতে পারে।