আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷ এ ছাড়াও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কোচবিহারে৷ আগামী চব্বিশ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে৷
আরও পড়ুন: এ বার কি তবে তীব্র গরমে মহার্ঘ্য তরমুজ?
advertisement
এই পাঁচ জেলাতেই আগামী চার থেকে পাঁচ দিন মাঝারি বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে৷ এর পাশাপাশি মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আরও পড়ুন: বাঙালির প্রিয় দার্জিলিংয়ের এই জায়গাগুলো না ঘুরলে কিন্তু আফসোস হবে, দেখে নিন
অন্যদিকে দক্ষিবঙ্গের ছবিটা থাকবে সম্পূর্ণ উল্টো৷ আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে। তাই তাপমাত্রা বেশি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে। বিকেলের পর দখিনা বাতাস বইছে, ফলে গরম কম অনুভূত হবে।
আগামী চার থেকে পাঁচদিন অবশ্য ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭ থেকে ৯২ শতাংশ।
