হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম- এই ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রবিবার পর্যন্ত। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে।
advertisement
তবে হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে। তার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
মঙ্গলবার থেকে এই বৃষ্টি পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। উপকূল সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা।
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন তবে এই সম্ভাবনা খুবই সামান্য৷ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।