TRENDING:

Heat wave warning: টানা তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, ছয় জেলায় চরম সতর্কতা! কবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

Last Updated:

গতকালের মতো আজও কলকাতায় তাপপ্রবাহ। আজ ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা। এ দিন এমনই সাবধানবাণী শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷
দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা। এ দিন এমনই সাবধানবাণী শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷
দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা। এ দিন এমনই সাবধানবাণী শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷
advertisement

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম- এই ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রবিবার পর্যন্ত। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে।

advertisement

তবে হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে। তার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

advertisement

মঙ্গলবার থেকে এই বৃষ্টি পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। উপকূল সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই সম্ভাবনা খুবই সামান্য৷ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Heat wave warning: টানা তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, ছয় জেলায় চরম সতর্কতা! কবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল