advertisement
শুক্রবার সকালেই ট্যুইটে ডেরেক লেখেন, 'আমরা বাংলা জয় করছি। আমরা নন্দীগ্রামে ইতিমধ্যেই জিতে গেছি। যে কেন্দ্রীয় মন্ত্রী এখানে প্রার্থী হয়েছেন, তিনিও হারবেন।' প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একমাত্র বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) প্রার্থী করেছে বিজেপি। টালিগঞ্জ কেন্দ্র থেকে বাবুলের প্রতিদ্বন্দ্বী রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবারই ভোট রয়েছে টালিগঞ্জে। তার আগেরদিনই তৃণমূল মুখপাত্রর কটাক্ষ রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অপরদিকে, মমতাকে উদ্দেশে করে শুভেন্দু অধিকারীর করা 'সাম্প্রদায়িক' মন্তব্যের প্রেক্ষিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়টি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি ডেরেক। ট্যুইটে লিখেছেন, 'বাংলার বিজেপি প্রার্থী গত ২৭ মার্চ নিজের বক্তব্যে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছিলেন। শেষমেশ দশ দিন পর তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। আমি ভুলে গিয়েছি, ইলেকশন কমিশন কোন দায়িত্বে রয়েছে।'
এদিকে, প্রথম নোটিশের পর এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। গত বুধবার কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সিআরপিএফ (CRPF) যদি অশান্তি করে মহিলারা এগিয়ে আসুন, সিআরপিএফ-কে রুখে দিন। বিজেপির চক্রান্ত ব্যর্থ করে দিন।' আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকেই উস্কানিমূলক বলে সরব হয়েছিল বিজেপি। এরপরই এদিন ফের ওই মন্তব্যের প্রেক্ষিতে মমতাকে নোটিশ পাঠাল কমিশন।