TRENDING:

কিছুক্ষণের মধ্যেই রাজ্যে ফণী, বিদ্যুৎ ব্যবহার নিয়ে সতর্কবার্তা WBSEDCL এবং CESC-এর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ওড়িশায় তাণ্ডব চালানোর পর এবার ফণী পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পথে। ঝড়ের বিপর্যয়ের সময় কোনও বৈদ্যুতিক বিপদ এড়াতে আগেই সতর্ক করল CESC ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর মতো বিদ্যুৎ সংস্থা ৷ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ঝড়ের সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হতেও পারে বলে গ্রাহকদের আগেভাগেই জানিয়েছে বিদ্যুৎ সংস্থাগুলি ৷
advertisement

ওড়িশা থেকে উত্তর-পূর্ব দিক হয়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ফণীর আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় ৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১৫ কিলোমিটার ৷ বিপজ্জনক ঘুর্ণিঝড় ফণী নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে জারি হয়েছে রেড অ্যালার্ট। প্রতি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। জায়গায় জায়গায় তৈরি বিপর্যয় মোকাবিলা টিম। সমস্ত বিপর্যয় এড়াতে তৈরি CESCও ৷ বিদ্যুৎ সংক্রান্ত যেকোনও সমস্যায় তৎক্ষণাৎ সমাধান করতে অফিসে হাজির অতিরিক্ত কর্মী ৷ রাখা হয়েছে বাড়তি গাড়িও ৷ আপৎকালীন ব্যবস্থার জন্য তৈরি রাখা হয়েছে বিশেষ দলকেও ৷

advertisement

গ্রাহকদের ঝড়ের সময় বাড়িতে বিদ্যুৎ ব্যবহার নিয়ে কিছু জরুরি সতর্কতা বার্তাও পাঠিয়েছে বিদ্যুৎ সংস্থাগুলি ৷ ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে হাত দিতে নিষেধ করে গ্রাহকদের মোবাইলে বার্তাও পাঠিয়েছে WBSEDCL ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

যেকোনও বৈদ্যুতিক সমস্যায় হেল্পলাইন নম্বরে ফোন করে জানানোর কথা বলেছে সিইএসসি ৷ কোনও বৈদ্যুতিক দুর্ঘটনার খবর থাকলে ৭৪৪৯৩০০১৬৭ নম্বরে WBSEDCL গ্রাহকেরা যোগাযোগ করতে পারেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কিছুক্ষণের মধ্যেই রাজ্যে ফণী, বিদ্যুৎ ব্যবহার নিয়ে সতর্কবার্তা WBSEDCL এবং CESC-এর