ওড়িশা থেকে উত্তর-পূর্ব দিক হয়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ফণীর আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় ৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১৫ কিলোমিটার ৷ বিপজ্জনক ঘুর্ণিঝড় ফণী নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে জারি হয়েছে রেড অ্যালার্ট। প্রতি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। জায়গায় জায়গায় তৈরি বিপর্যয় মোকাবিলা টিম। সমস্ত বিপর্যয় এড়াতে তৈরি CESCও ৷ বিদ্যুৎ সংক্রান্ত যেকোনও সমস্যায় তৎক্ষণাৎ সমাধান করতে অফিসে হাজির অতিরিক্ত কর্মী ৷ রাখা হয়েছে বাড়তি গাড়িও ৷ আপৎকালীন ব্যবস্থার জন্য তৈরি রাখা হয়েছে বিশেষ দলকেও ৷
advertisement
গ্রাহকদের ঝড়ের সময় বাড়িতে বিদ্যুৎ ব্যবহার নিয়ে কিছু জরুরি সতর্কতা বার্তাও পাঠিয়েছে বিদ্যুৎ সংস্থাগুলি ৷ ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে হাত দিতে নিষেধ করে গ্রাহকদের মোবাইলে বার্তাও পাঠিয়েছে WBSEDCL ৷
যেকোনও বৈদ্যুতিক সমস্যায় হেল্পলাইন নম্বরে ফোন করে জানানোর কথা বলেছে সিইএসসি ৷ কোনও বৈদ্যুতিক দুর্ঘটনার খবর থাকলে ৭৪৪৯৩০০১৬৭ নম্বরে WBSEDCL গ্রাহকেরা যোগাযোগ করতে পারেন ৷