অবশেষে অনলাইনে রেজাল্ট প্রকাশিত৷ news18bangla ওয়েবসাইটেই ফল দেখা যাবে। নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও ৷ সবার আগে নির্ভুল রেজাল্ট দেখতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷
advertisement
রেজাল্ট দেখতে লগ ইন করুন www.news18bangla.com ৷ রেজাল্ট জানার পাশাপাশি কোন বিষয় কত নম্বর পাওয়া গিয়েছে তাও দেখা যাবে ৷ মার্কশিট প্রিন্ট করুন news18bangla-র ওয়েবসাইটেই ৷
সংসদ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট ৩১ জুলাই জেলার ৫২টি বিতরণ কেন্দ্র পৌঁছে যাবে ৷ তার পরে স্বাস্থ্যবিধি মেনে যত দ্রুত সম্ভব অভিভাবক বা পরীক্ষার্থীর হাতে মার্কশিট তুলে দেওয়া হবে ৷ কিন্তু তার আগে ওয়েবসাইটই ভরসা ৷ আজ, শুক্রবারই রেজাল্ট দেখতে ও মার্কশিট প্রিন্ট করতে অবশ্যই লগ ইন করুন www.news18bangla.com-এ ৷