প্রসঙ্গত এ বছরই শেষ বার হল বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার ব্যবস্থা চালু হবে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। এ বছর পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা। উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ। সংসদ থেকে জানানো হয়েছে, বুধবার মধ্যরাত থেকে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা।
advertisement
উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪%। দ্বিতীয় স্থানে ৪৯৬ পেয়ে কোচবিহারের তুষার দেবনাথ। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী, তার প্রাপ্ত নম্বর ৪৯৫। বাঁকুড়ার পড়ুয়া সৃজিতা চতুর্থ হয়েছে, প্রাপ্ত নম্বর ৪৯৪। মেধা তালিকায় মোট ৭২ জন। পঞ্চম স্থানে রয়েছে ৬ পরীক্ষার্থী, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। ষষ্ঠ স্থানে রয়েছেন ৮ পড়ুয়া, প্রাপ্ত নাম ৪৯২। সপ্তম স্থানে রয়েছেন ১১ পরীক্ষার্থী, প্রাপ্ত নম্বর ৪৯১। অষ্টম স্থানে রয়েছেন ১৬ পড়ুয়া, প্রাপ্ত নম্বর ৪৯০। নবম স্থানে রয়েছেন ১৭ পরীক্ষার্থী, প্রাপ্ত নম্বর ৪৮৯। দশম স্থানে রয়েছে ১০ পড়ুয়া, প্রাপ্ত নম্বর ৪৮৮।
