আজ, মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার চেয়ে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। আজ করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১২ জন (WB Corona Update)। বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজারের নীচে নেমে ৭ হাজার ৫৭৬ জন। কিন্তু তবুও উদ্বেগ থেকেই যাচ্ছে! রাজ্যে গত ২৪ ঘণ্টায় মাত্র ৩৫ হাজার ২০১ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৫০৭ জন করোনা পজিটিভ। যার ফলে রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের ২.১১ % এর থেকে অনেকটাই কমে আজ ১.৪৪% হয়েছে (WB Corona Update)।
advertisement
রাজ্যে চিকিৎসক মহলের একাংশের অভিযোগ, রাজ্যে করোনা পরীক্ষা কম হচ্ছে ফলে কম আক্রান্তের সংখ্যা সামনে আসছে যা অত্যন্ত চিন্তার বিষয়। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমলেও কলকাতার রেকর্ডকে অন্য কোন জেলা টপকাতে পারছে না। কলকাতায় প্রতিদিনই বেশি থাকছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে যেখানে গত ২৪ ঘণ্টায় মাত্র ৫০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন,সেখানে শুধু কলকাতাতেই এদিন ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২ জনের।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গতকালের তুলনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বেড়ে ১২১ জন, করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। হাওড়া জেলায় মঙ্গলবার আক্রান্ত ৪১ জন। পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগনা জেলাও । সেখানে করোনা আক্রান্ত ৪১ জন,মৃত্যু হয়েছে ১ জনের। অন্যদিকে হুগলি জেলাতেও গতকালের থেকে সামান্য বেড়ে করোনা আক্রান্ত ৩৩ জন, মৃত্যু হয়েছে ১ জনের। নদীয়া জেলায় আজ আবার আগের দিনের থেকে বেশ কিছুটা কমে করোনা আক্রান্ত হন ১৩ জন। পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত সংখ্যা বেড়েছে, আজ আক্রান্ত ১৮ জন। গোটা দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা,হুগলি,উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা বাদ দিয়ে আর কোনও জেলায় মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলির করোনা পরিস্থিতি আজ অনেকটাই উন্নত হয়েছে। দু'দিন আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়লেও গতকাল থেকেই তা নিয়ন্ত্রণে ছিল,আজ আরও খানিকটা কমে যাওয়ায় স্বস্তি উত্তরবঙ্গ জুড়ে। আজ উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত,সেখানে আজ ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এরপরই দক্ষিণ দিনাজপুর জেলায় আজ ১৩ জন করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে ১জনের। দার্জিলিং জেলায় ১২ জন করোনা আক্রান্ত হয়েছে। এরপর কোচবিহার জেলায় ১১ জন আজ করোনা আক্রান্ত হয়েছে।
আজ রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম,পুরুলিয়া,মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের কালিম্পং জেলায়। এই চারটি জেলাতেই আজ মাত্র একজন করে করোনা আক্রান্ত হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং মালদহ জেলায় আজ মাত্র ২ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।