TRENDING:

Wayanad Rescue: ওয়ানাডে আটকে বাংলার ২৪২ পরিযায়ী শ্রমিক! ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার

Last Updated:

Wayanad Landslide: ওয়ানাডে আটকে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতে যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এখনও পর্যন্ত ওয়ানাডে আটকে থাকা ১৫৫ জনের সঙ্গে রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে। বাকিদের সঙ্গেও আজ রাতের মধ্যেই যোগাযোগ করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ওয়ানাডে আটকে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতে যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এখনও পর্যন্ত ওয়ানাডে আটকে থাকা ১৫৫ জনের সঙ্গে রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে। বাকিদের সঙ্গেও আজ রাতের মধ্যেই যোগাযোগ করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।
ওয়ানাডে আটকে রাজ্যের ২৪২ পরিযায়ী
ওয়ানাডে আটকে রাজ্যের ২৪২ পরিযায়ী
advertisement

জানা গিয়েছে আটক পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। রাজ্য সরকার সবরকম ভাবে তাঁদের বিষয়ে খোঁজ রাখছে বলে বিধানসভায় আজ শুক্রবার জানালেন মন্ত্রী মলয় ঘটক।

আরও পড়ুন: অঝোরে-লাগাতার বৃষ্টি! ধসে বিপর্যস্ত যান চলাচল! আজও বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন

advertisement

প্রসঙ্গত, ব্যাপক ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়ানাড। গ্রামের পর গ্রাম চলে গিয়েছে মাটির তলায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ঘটনার দু’দিন পর ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

গত মঙ্গলবার আচমকাই পার্বত্য এলাকা ওয়ানাডে ভূমিধ্বস নামে। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জন। নিখোঁজ হন ২০৬ জন। ভূমিধ্বসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ইসরোর উন্নত কার্টোস্যাট ৩ অপটিক্যাল স্যাটেলাইট এবং RISAT স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধ্বসে ক্ষয়ক্ষতির হিসাব করেছে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Wayanad Rescue: ওয়ানাডে আটকে বাংলার ২৪২ পরিযায়ী শ্রমিক! ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল